ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

হারের পর টাইগারদের ড্রেসিং রুমে যা ঘটেছিল

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ মার্চ ২০১৮, ১৬:৫৯

হারের পর টাইগারদের ড্রেসিং রুমে যা ঘটেছিল

নিদাহাস ট্রফির ফাইনালের শেষ বলে সৌম্যের বলে ছয় মেরে কার্তিক যখন উল্লাস করছিলেন, তখন মাঠের একপাশে হাঁটু গেড়ে বসে ছিলেন বোলার সৌম্য।

জয়ের কাছে গিয়েও এমন হারে হতাশার অন্ধকারে নীল হয়ে গিয়েছিল ক্রিকেট সমর্থক থেকে শুরু করে ক্রিকেটাররা।

ক্রিকেটার আরিফুল ভাষ্যমতে, এমন পরিস্থিতি তার জীবনে নতুন। সবার চোখে জল ছিল। তবে একটা ফাইনাল ম্যাচ যেমন হবার কথা ছিল তেমনই হয়েছে। টিম ম্যানেজমেন্ট ও ভালো সাপোর্ট জুগিয়েছে বাংলাদেশ দলের জন্য।

আরিফুল আরো বলেন, যে দুটি ম্যাচে বাংলাদেশ জিতেছে তাতে চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব ছিল না। তবে কার্তিক যে বলে ছয় হাঁকালো, সে বলে ওইরকম টাইমিং না হলেও পারতো।

আরিফুল নিদাহাস ট্রফিতে মূল দলে জায়গা না পেলেও খেলোয়াড়দ্বের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পেরেই খুশি।

ওয়ালশ বলেছেন, এটা একটা শিক্ষণীয় ম্যাচ। মানসিক প্রস্তুতির ম্যাচ। এমনও সময় এসেছে মনে হয়েছে বাংলাদেশ জিতেই গেছে। কিন্তু সেখান থেকেও প্রস্তুত থাকতে হবে। ক্রিকেট খেলাটাই এমন যে যেকোনো সময় ম্যাচের মোড় বদলাতে পারে।

কঠিন পরিস্থিতিতে কী করতে হয় তা মুশফিক ও রিয়াদের কাছ থেকে ভালোই শিখেছেন তিনি।

  • সর্বশেষ
  • পঠিত