ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

অভিনয়ের কথা স্বীকার করলেন নেইমার!

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০১৮, ১৫:১৬

অভিনয়ের কথা স্বীকার করলেন নেইমার!

রাশিয়া বিশ্বকাপে নিজের অকারণে ডাইভ দেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ব্যক্তিগত প্রসাধনী পণ্য প্রস্তুতকারক ব্র্যান্ড-জিলেটের একটি বিজ্ঞাপনের মাধ্যমে এ কথা জানান তিনি।

ব্রাজিলের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে প্রকাশ করা হয় বিজ্ঞাপনটি। সম্প্রতি শেষ হওয়া ফিফা বিশ্বকাপে বারবার মাঠে পড়ে যাওয়া, ডাইভ দেয়া, গড়াগড়ি খাওয়া ও অতিরিক্ত অভিনয় করে কড়া সমালোচনায় পড়েন নেইমার।

এই বিজ্ঞাপনটিতেই প্রথমবারের মতো সমালোচনা মেনে নেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। ভবিষ্যতে নিজেকে আরো দৃঢ়ভাবে তৈরি করার প্রতিশ্রুতিও দেন তিনি।

অনেক কাঠখড় পুড়িয়ে ২৬ বছর বয়সী ফরোয়ার্ড চোট কাটিয়ে খেলতে আসেন নিজের দ্বিতীয় বিশ্বকাপে। গত ফেব্রুয়ারিতে পিএসজির এক ম্যাচে খেলার সময় পায়ের মেটাটার্সাল হাড় ভেঙে যায় নেইমারের। দ্রুত খেলায় ফিরতে এরপর অস্ত্রোপচারের মুখোমুখি হতে হয় তাকে। প্রায় চার মাস মাঠের বাইরে থেকে রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণ করেও সমর্থককের সন্তুষ্ট করতে পারেননি। বিশ্বকাপে পাঁচ ম্যাচে দুই গোল করেন তিনি।

বিজ্ঞাপনটিতে নেইমার বলেন, ‘আপনারা ভাবতে পারেন আমি অতিরঞ্জিত প্রতিক্রিয়া দেখিয়েছি। কখনো কখনো আমি অতিরঞ্জিত করেছি। কিন্তু সত্যিটা হচ্ছে আমি পিচে অনেক ব্যথা পেয়েছি।’

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল বাদ পড়ার পর এ নিয়ে গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি পিএসজি তারকা। পরাজয় নিয়ে শুধু ইন্সটাগ্রামের অনুভূতি প্রকাশ করেন নেইমার।

এবার বিজ্ঞাপনে সেই ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমি যখন সাক্ষাৎকার না দিয়েই ছাড়াই চলে যাই কারণ এটা নয় যে আমি শুধু জয় দেখতে চেয়েছি। কারণটা হচ্ছে আমি আপনাদের হতাশ করতে চাইনি। আমি কখনো হতাশ হতে শিখিনি।’

নেইমার বলেন, ‘আমার ভেতরে একটি ছোট্ট বালক বাস করে। মাঝে মাঝে সে পুরো পৃথিবীকে আনন্দ দেয়, মাঝে মাঝে বিরক্ত করে। আমি সেই বালকটিকে আমার ভেতর বাঁচিয়ে রাখার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করি।’

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে নেইমার জানান, ‘আপনাদের সমালোচনা মেনে নিতে আমি অনেক সময় নিয়েছি। আমি নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে দেখেছি এবং নতুনরূপে আবিষ্কার করেছি।’

ভক্তদের উদ্দেশে একটি আবেদন জানিয়ে বিজ্ঞাপনটি শেষ করেন নেইমার। বলেন, ‘আপনারা আমাকে পাথর ছুড়তে পারেন। অথবা পাথর অন্যদিকে ছুড়ে আমার পাশে দাঁড়াতে পারেন। কারণ আমি পুরো ব্রাজিলকে প্রতিনিধিত্ব করি।’

  • সর্বশেষ
  • পঠিত