ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

কয়েনের পরিবর্তে ক্রেডিট কার্ড দিয়ে টস!

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০১৮, ১৮:০০

কয়েনের পরিবর্তে ক্রেডিট কার্ড দিয়ে টস!

ক্রিকেট হোক বা ফুটবল, যে কোনও খেলাতেই টসের মাধ্যমেই খেলার সূচনা হয়। টসের মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয় কয়েনকেই। তবে এবার ফুটবল খেলার শুরু হল ক্রেডিট কার্ডের মাধ্যমে। সিঙ্গাপুরে চলছে ইন্টারন্যাশানাল চ্যাম্পিয়ন্স কাপ। বিশ্বের অনেক প্রথম সারির ক্লাবই হাজির প্রাক-মৌসুমের এই প্রস্তুতি টুর্নামেন্ট খেলতে।

শুক্রবারেই খেলা ছিল প্যারিস সেইন্ট জার্মেইন ও আর্সেনালের মধ্যে। সেই ম্যাচেই ঘটল জোড়া অভিনব ঘটনা। প্রথম, ম্যাচ শুরুর আগে টানেলে ম্যাচ রেফারির সঙ্গে দেখা হয়ে আর্সেনাল অধিনায়ক মেসুত ওজিলের সঙ্গে। সেই সময়ে রেফারি ওজিলের কাছে অটোগ্রাফ চেয়ে বসেন। সেই সময়ে ওজিলের কাছে হলুদ একটি কার্ড ছিল। সেই কার্ডেই রেফারিকে নিজের অটোগ্রাফ ‘উপহার’ দেন ওজিল।

দ্বিতীয় ঘটনা আরও অভিনব। ম্যাচে টসের জন্য কয়েন নয়, ব্যবহার করা হল ক্রেডিট কার্ড। জানা গিয়েছে, টুর্নামেন্টের প্রধান স্পন্সর ইউনিয়ন পে ইন্টারন্যাশানাল-এর নাকি এমনটাই পরিকল্পনা ছিল। তাদের ভাবনায় ছিল, টসের জন্য তাদের লোগো লাগানো ক্রেডিট কার্ড যেন ব্যবহার করা হয়। সেটাই হল। ফুটবল ইতিহাসে এমন কাণ্ড আগে ঘটেনি।

  • সর্বশেষ
  • পঠিত