ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

অ্যান্ডারসন ইংল্যান্ড দলের সম্পদ: জো রুট

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ আগস্ট ২০১৮, ১১:২৮

অ্যান্ডারসন ইংল্যান্ড দলের সম্পদ: জো রুট

টেস্ট জীবনে ৫৫৩ উইকেটের মালিক হয়ে গিয়েছেন তিনি। তার মধ্যে লর্ডসেই রয়েছে তার একশোর উপর উইকেট। আর দশটি উইকেট পেলেই ছুঁয়ে ফেলবেন গ্লেন ম্যাকগ্রার ৫৬৩ উইকেটের রেকর্ড। তিনি জেমস অ্যান্ডারসন। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে তিনি নিয়েছেন ৯টি উইকেট। অ্যান্ডারসনের দুরন্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত ইংল্যান্ড অধিনায়ক জো রুট। তিনি জানিয়েছেন, ইংল্যান্ডের বিশেষ অস্ত্র অ্যান্ডারসন।

রুট বলেছেন, ‘অ্যান্ডারসন আমাদের দলের বিশেষ সম্পদ। তাই না? সব দেশে এ রকম বোলার দেখা যায় না। ওর উপস্থিতি আমরা সারাজীবন উপভোগ করবো। ওর বয়স নিয়ে এর আগে অনেকেই প্রশ্ন তুলেছে। কিন্তু যত দিন যাচ্ছে, আরও বিধ্বংসী হয়ে উঠছে জিমি।’

লর্ডসের আবহাওয়া বোলারদের সাহায্য করলেও অ্যান্ডারসনের শৃঙ্খলায় মুগ্ধ হয়েছেন রুট। বলেছেন, ‘পিচ ও পরিবেশ বোলারদের সাহায্য করলেও বোলারদের সঠিক জায়গায় বল ফেলতে হয়। ব্যাটসম্যানকে বিপদে ফেলার কাজটা অসাধারণ করেছে অ্যান্ডারসন। ব্রডের সঙ্গে বোঝাপড়াও ওর অসাধারণ। সব মিলিয়ে একটা নিখুঁত পারফরম্যান্স দিয়েছে আমাদের বোলাররা।’সঙ্গে তিনি যোগ করেন, ‘লর্ডসেই ১০০ উইকেট নিয়ে ফেলেছে ও। রেকর্ডই বুঝিয়ে দেয় কতটা প্রতিভাবান বোলার জিমি।’

  • সর্বশেষ
  • পঠিত