ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

সৌদিতে আজ মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৮, ১২:২৩

সৌদিতে আজ মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

আজ ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। দুই চিরশত্রুর ফুটবল দ্বৈরথ। স্নায়ুযুদ্ধ। মর্যাদার যুদ্ধ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত বারোটায় সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার এই দুই ফুটবল জায়ান্ট।

আর্জেন্টিনা দলে মেসি নেই। পুরোপুরি তরুণ একটি দল। অন্যদিকে ব্রাজিল আছে দারুণ ফর্মে। আলবেলিস্তেদের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে সেলেসাওরা।

ব্রাজিল সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে স্বাগতিক সৌদি আরবের বিপক্ষে। এই ম্যাচে ২-০ গোলে জয় পায় নেইমাররা। অন্যদিকে, আর্জেন্টিনা সর্বশেষ ম্যাচ খেলেছে ইরাকের বিপক্ষে। ম্যাচটিতে আর্জেন্টিনা জয় পায় ৪-০ গোলে।

আজকের ম্যাচটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হলেও ব্রাজিল কোচ শুধুই প্রীতি ম্যাচ ভাবছেন না। এই ম্যাচ তাদের কাছে আরো অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। ব্রাজিল তাদের সর্বশেষ যে ম্যাচে সৌদি আরবকে হারাল এই ম্যাচে দলের পারফরম্যান্স নিয়ে খুশি নন ব্রাজিলের কোচ তিতে। তিনি জানান, ‘আমরা সন্তুষ্ট নয়। আমরা জয় পেয়েছি কারণ আমরা অনেক দিক থেকে এগিয়ে ছিলাম। এই কারণেই আমরা জিতেছি। ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ কখনো প্রীতি ম্যাচ হতে পারে না। এই ম্যাচে আমরা ভালো কিছুর আশা করছি।’

একই ভাবে আর্জেন্টিনার ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনিও তিতের সুরে কথা বলেছেন। তিনি জানান, ‘ব্রাজিলের বিপক্ষে খেলাটা সবসময় অন্যরকম অনুভূতি। হোক সেটি ফুটবল, বাস্কেটবল বা অন্য কোনো খেলা। আপনি অবশ্যই তাদের হারাতে চাইবেন যারা ব্রাজিলের জার্সি গায়ে খেলছে। তারা হয়তো ভাবতে পারে এটি ‘প্রীতি’ ম্যাচ। কিন্তু আমরা অন্য কিছু ভাবছি।’

নতুন চেহারার এক দল নিয়ে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। মেসি, আগুয়েরো, হিগুয়াইন ও ডি মারিয়ার মতো মহাতারকাদের অনুপস্থিতিতে দ্বিতীয় সারির দল নিয়ে ইরাককে ৪-০ গোলে উড়িয়ে দিলেও ব্রাজিলের বিপক্ষে কোনোভাবেই ফেভারিট বলা যাচ্ছে না আর্জেন্টিনাকে।

তরুণ এই দলটিকেই আর্জেন্টাইন ফুটবলের ভবিষ্যৎ মনে করছেন ইকার্দি, ‘আমরা একটি নতুন প্রকল্প অনুসরণ করছি। অনেক নতুন খেলোয়াড় আসছে, যাদের অনেকের গায়ে প্রথমবারের মতো উঠছে আর্জেন্টিনার জার্সি। পালাবদলের এই সময়ে সবাইকে ধৈর্য ধরতে হবে। আমরা সবাই মিলে ভবিষ্যতের জন্য একটি ভিত তৈরি করার চেষ্টা করছি। কিছু নির্মাণের চেষ্টা চলছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

ব্রাজিলের বিপক্ষে অনভিজ্ঞ এই দলটিকে নেতৃত্ব দেবেন পাওলো দিবালা ও ইকার্দি। শতভাগ ফিট না হওয়ায় ইরাকের বিপক্ষে খেলা হয়নি ইকার্দির। চোট কাটিয়ে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত ইন্টার মিলান তারকা, ‘এখন আমি পুরোপুরি সুস্থ। মাঠে নামতে প্রস্তুত।’

প্রথম ম্যাচে গুয়াতেমালাকে ৩-০’তে হারিয়ে পরের ম্যাচে কলম্বিয়ার সাথে গোলশূন্য ড্র করে স্কালোনির শিষ্যরা। ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে এই অন্তর্বতীকালীন কোচও দলে ফিরিয়েছেন তিন অভিজ্ঞ অ্যাগুয়েরো, ডি মারিয়া ও হিগুয়াইনকে। দুই চির প্রতিদ্বন্দ্বীর সর্বশেষ সাক্ষাতটি মেলবোর্নে গত বছর জুনে আর্জেন্টিনা জিতেছিলো ১-০’তে।

  • সর্বশেষ
  • পঠিত