ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

দুই বছর পর পর হবে ফিফা বিশ্বকাপ!

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৮, ১১:৪১

দুই বছর পর পর হবে ফিফা বিশ্বকাপ!

চার বছর অন্তর বিশ্বকাপ না করে দু’বছরের ব্যবধানে বিশ্বকাপ নিয়ে ভাবছে ফিফা। এমনটাই জানাল দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থা (কনমেবল)। সংস্থার প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডমিনগুয়েজ এমনই প্রস্তাব রাখেন গত মাসে রোয়ান্ডার কিগালিতে অনুষ্ঠিত হওয়া ফিফা কংগ্রেসে।

ডমিনগুয়েজ জানান, 'আমরা ফিফার কাছে প্রস্তাব রেখেছি, প্রতি চার বছর অন্তর বিশ্বকাপ না করে তা কমিয়ে প্রতি দু’বছর করা। বিশ্বকাপের মাঝে নেশনস লিগ না রেখে আমরা এগিয়ে যেতে পারি দু’বছর অন্তর। যাতে সবার জন্য বিশ্বকাপ হয়। এটা ফুটবলারদের জন্য। আমরা যদি এই ফরম্যাটেই (বর্তমান) পরে থাকি তাহলে অনেক খেলোয়াড়ই দুটোর বেশি বিশ্বকাপ খেলতে পারবেন না। অনেক সমাধান আছে। আমরা ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকা, উত্তর এবং দক্ষিণ আমেরিকা সব জায়গাতেই টুর্নামেন্ট করতে পারি।

উয়েফার প্রেসিডেন্ট আলেখসান্দার সেফেরিন আগামী দিনে উয়েফা নেশনস লিগে দক্ষিণ আমেরিকার দলগুলির অন্তর্ভুক্তি চান। তবে এই নিয়ে ডমিনিগুয়েজের মত দু’বছর অন্তর বিশ্বকাপ টুর্নামেন্ট বেশি ভালো। শুধু তাই নয় তার আরও দাবি, 'আর্থিক দিক দিয়ে ফিফা যতটা লাভ করে তার থেকে বেশি টাকা তারা ঢালে।'

  • সর্বশেষ
  • পঠিত