ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

উড়ছে জুভেন্টাস

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৮, ১২:০১

উড়ছে জুভেন্টাস

ইতালিয়ান ডার্বিতে প্রতিপক্ষ ইন্টার মিলানকে হারিয়ে দুর্দান্ত একটি রেকর্ডের খাতায় নাম লেখালো জুভেন্টাস। ইন্টারকে হারিয়ে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রোনালদোরা। ১৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষেই অবস্থান করছে এলেগ্রির দল। ইউরোপে 'এক জয়ে তিন পয়েন্ট' সিস্টেম চালু হওয়ার পর থেকে এটিই ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ভেতর ১৫ ম্যাচ খেলে অর্জন করা সর্বোচ্চ পয়েন্ট।

খেলায় ১০ মিনিটে গোলের প্রথম সুযোগটি পায় জুভেন্টাস। বাম পাশ থেকে রোনালদোর ক্রস ডি-বক্সের মাঝ বরাবর পেয়ে হেড করেন পাওলো দিবালা। গোলরক্ষকের আঙুল ছুঁয়ে ক্রসবারের একটু উপর দিয়ে চলে যায় বল।

এরপর ২৯ মিনিটে গোলের সুযোগ হারায় মিলান। ইতালিয়ান মিডফিল্ডার গালিয়ার্দিনির শট গোলরক্ষককে পরাস্ত করতে পারলেও বাধা হয়ে দাঁড়ায় গোল পোস্ট। এরপর ৩৬ মিনিটের মাথায় উল্লেখযোগ্য গোলের সুযোগ পায় জুভেন্টাস। জর্জো কিয়েল্লিনির হেড ঝাঁপিয়ে ঠেকান মিলানের গোলরক্ষক সামির হান্দানোবিচ।

দ্বিতীয়ার্ধেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। খেলার ৬৬ মিনিটের মাথায় মারিও মান্দজুকিচের জোরালো হেডে গোলের দেখা পায় জুভেন্টাস। চলতি মৌসুমে সিরি আ'তে ক্রোয়াট ফরোয়ার্ডের সপ্তম গোল এটি। এরপর থেকে জ্বলে ওঠে মিলান। গোল পেতে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ করতে থাকে। কিন্তু রক্ষণভাগে ভিত গড়ে তোলে জুভেন্টাস। তা ভাঙতে পারেনি ১৮ বারের লিগ চ্যাম্পিয়ন ইন্টার মিলান

  • সর্বশেষ
  • পঠিত