ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

হোয়াইটওয়াশে কেমন হবে টাইগারদের র‍্যাংকিং

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৮, ০০:৫১

হোয়াইটওয়াশে কেমন হবে টাইগারদের র‍্যাংকিং

র‍্যাংকিয়ে পিছিয়ে থাকা দলের সাথে ম্যাচ বা সিরিজ জিতলে উপরের সারির দলের অর্জনটা যেমন ধীরগতির হয়, তেমন ম্যাচ বা সিরিজ খোয়ালে মাশুল চোকাতে হয় বেশ বড়সড় ভাবেই। তাইতে ক্যারিবিয়ানদের বিপক্ষে জিতলে বাংলাদেশ দল রেটিং পয়েন্টে যতটা না এগিয়ে যাবে, হারলে পিছিয়ে যাবে ঢের বেশি। এদিকে ১০০ রেটিং পয়েন্ট নিয়ে ৬ নম্বরে অবস্থান অস্ট্রেলিয়া দলের। তাইতো ৯৩ রেটিং নিয়ে থাকা বাংলাদেশ এই সিরিজটা ৩-০ ব্যবধানে জিতলেও টপকাতে পারবে না অজিদের। তবে সম্ভব অনেক খানি এগিয়ে যাওয়া।

বর্তমানে বাংলাদেশের পয়েন্ট ৯৩। আছে তালিকার সপ্তম স্থানে। বাংলাদেশের চেয়ে ২১ পয়েন্ট পিছিয়ে আছে ওয়েস্টইন্ডিজ। আছে তালিকার ৯ নম্বরে।

বাংলাদেশ প্রথম ম্যাচটিতে ক্যারিবিয়ানদের ৫ উইকেটে হারিয়েছে। এখন বাংলাদেশ যদি পরের ম্যাচে হেরে তৃতীয় ম্যাচে জিতে সিরিজ জিতে রেটিং পয়েন্টে টাইগারদের কোন পরিবর্তন আসবে না। কিন্তু দ্বিতীয় ম্যাচ জিতে তৃতীয়টি হেরে ২-১ হলেও রেটিং পয়েন্ট ১ হারাবে।

বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯৫। বাড়বে মাত্র ২। বাংলাদেশ ২-১ ব্যবধানে হারলে- রেটিং পয়েন্ট দাড়াবে ৯০।

  • সর্বশেষ
  • পঠিত