ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

মাশরাফির অনন্য রেকর্ড

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৮, ১২:৫৩

মাশরাফির অনন্য রেকর্ড

সিলেটে আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে দু’শতম ম্যাচ খেলতে নেমেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডে ক্রিকেটে দু’শতম ম্যাচ খেলছেন মাশরাফি। অবশ্য ইতোমধ্যেই বাংলাদেশের প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে ২শ’ ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছেন মাশরাফি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেই এমন মাইলফলক স্পর্শ করেন ম্যাশ।

দেশের হয়ে আজ ২০০তম ওয়ানডে খেলতে নেমেছেন মাশরাফি। যদিও এটি মাশরাফির ক্যারিয়ারের ২০২তম ওয়ানডে। কিন্তু বাকি দুটি ম্যাচ তিনি খেলেছেন এশিয়া একাদশের হয়ে, দেশের হয়ে আজই ২০০ হলো।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নেমে আরেকটি বিরল এক রেকর্ডের মালিক হলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ওয়ানডেতে বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়েছেন ম্যাশ। এর মধ্যদিয়ে পেছনে পড়ে গেলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

মাশরাফির আগে দেশকে ৬৯টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের আরেক সফলতম অধিনায়ক হাবিবুল বাশার। তৃতীয় স্থানে থাকা সাকিব আল হাসান দেশকে নেতৃত্ব দিয়েছেন ৫০টি ওয়ানডেতে।

  • সর্বশেষ
  • পঠিত