ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

আইপিএল: সাড়ে ৮ কোটি রুপিতে বিক্রি হওয়া কে এই বরুণ চক্রবর্তী?

আইপিএল: সাড়ে ৮ কোটি রুপিতে বিক্রি হওয়া কে এই বরুণ চক্রবর্তী?

তামিলনাড়ুর এই ক্রিকেটার চলতি মরসুমে দুরন্ত ফর্মে রয়েছেন। চেন্নাই লিগে চতুর্থ ডিভিশনের জুবিলি ক্রিকেট ক্লাবের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স করেছেন তিনি। নিলামে বেস প্রাইস ছিল মাত্র ২০ লক্ষ। তবে তামিলনাড়ুর হয়ে খেলা বরুণ চক্রবর্তী নিলামের পরে চমকে দিলেন ক্রিকেট বিশ্বকে। তিনি পাচ্ছেন ৮ কোটি ৪০ লক্ষ টাকা। কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলবেন তিনি আসন্ন মরসুমে।

পেসার জয়দেব উনাদকর গতবারের মতো এবারেও সবথেকে বেশি দাম পেয়েছিলেন— ৮ কোটি ৪০ লক্ষ। তবে বেশিক্ষণ গেল না, উনাদকরের দাম ছুঁয়ে ফেললেন বরুণ চক্রবর্তী। উনাদকর ভারতীয় ক্রিকেটে পরিচিত নাম। তবে বরুণ চক্রবর্তী সবথেকে বেশি দাম পাওয়ার পরেই গুগলে ট্রেন্ডিং কিওয়ার্ড হয়ে যান তিনি।

কে এই বরুণ চক্রবর্তী? তামিলনাড়ুর এই ক্রিকেটার চলতি মরসুমে দুরন্ত ফর্মে রয়েছেন। চেন্নাই লিগে চতুর্থ ডিভিশনের জুবিলি ক্রিকেট ক্লাবের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স করেছেন তিনি। ওয়ান ডে টুর্নামেন্টে ৮.২৬ গড়ে ৩১টি উইকেট নিয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতেই পৃথ্বী ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে জুবিলি ক্লাবকে জিতিয়েছিলেন তিনি।

তামিলনাড়ু ক্রিকেট লিগেও এরপরে নজর কেড়েছেন ২৮ বছরের তারকা ক্রিকেটার। সিচেম মাদুরাই প্যান্থার্সকে চ্যাম্পিয়ন করেছেন বরুণ। ৪০ ওভার বল করেছেন। এর মধ্যে ডট বল করেছেন ১২৫টি। ইকনমি রেট ৪.৭। টুর্নামেন্টে ন্যূনতম ১৫ ওভার যাঁরা বল করেছেন, তাঁদের মধ্যে সেরা ছিলেন বরুণ।

আইপিএল-এ প্রথমবার সুযোগ পেলেও অভিজ্ঞতা কিন্তু রয়েছে আগেই। সিএসকে-র নেট বোলার হিসেবে বোলিং করতেন। ২০১৮ সালে সিএসকে-তে চারদিন ছিলেন তিনি। চেন্নাইয়ের পরে দীনেশ কার্তিক ও শ্রীকান্ত বরুণকে ডেকেছিলেন কেকেআর-এর নেট বোলার হিসেবে অনুশীলনে।

  • সর্বশেষ
  • পঠিত