ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

সাকিবের জরিমানা, ডিমেরিট পয়েন্ট

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১৮, ০৩:০০

সাকিবের জরিমানা, ডিমেরিট পয়েন্ট

উইন্ডিজের কাছে প্রথম টি-টোয়েন্টিতে হারের হতাশা কাটিয়ে উঠতে না উঠতেই আরেকটি দুঃসংবাদ শুনলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। সিলেটে সোমবারের ম্যাচে আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান ভঙ্গ করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। মঙ্গলবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় এই তথ্য।

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় এই শাস্তি পেলেন সাকিব। এতে বাংলাদেশের অলরাউন্ডারের নামের পাশে যুক্ত হলো একটি ডিমেরিট পয়েন্ট। ২০১৬ সালের সেপ্টেম্বরে চালু হওয়ার পর এনিয়ে দ্বিতীয়বার ডিমেরিট পেলেন সাকিব। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে একটি ডিমেরিট পান তিনি।

ঘটনা বাংলাদেশের ইনিংসের ১৪তম ওভারে। একটি বলে আম্পায়ার ওয়াইড না দেয়ায় প্রথমে চিৎকার করে অসন্তোষ জানান ওই সময় স্ট্রাইকে থাকা সাকিব। পরে আম্পায়ারের সঙ্গে এনিয়ে অনেকক্ষণ কথা বলতে দেখা যায় তাকে।

ম্যাচ শেষে সাকিব তার অপরাধ ও শাস্তি মেনে নিয়েছেন। তাতে কোনো শুনানির প্রয়োজন হচ্ছে না।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত