ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

যেমন হল সাকিবের হায়দ্রাবাদ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১৮, ১২:১৬

যেমন হল সাকিবের হায়দ্রাবাদ

আইপিএলের এবারের আসরের জন্য সাকিবের দল সানরাইজার্স হায়দ্রাবাদ সাকিবকে রেখে দিয়েছে। যার কারণে নিলামে তোলা হয়নি তাকে। আর নিলামে বেশ কিছু ক্রিকেটারকে দলে নিয়েছে সাকিবের দল হায়দ্রাবাদ। ইংল্যান্ডের ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে দুই কোটি চল্লিশ লক্ষ্য রুপিতে দলে ভিড়িয়েছে তারা। এছাড়া কিউই ওপেনার মার্টিন গাপটিলকে এক কোটি রুপিতে দলে ভিড়িয়েছে তারা।

দুজনই আইপিএলের সামনের আসরে প্রথমবারের মতো খেলবেন। তাছাড়া নিজেদের পুরানো উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাকেও পুনরায় দলে ভিড়িয়েছে তারা। ঋদ্ধিমান সাহাকে ভিড়িয়েছে এক কোটি বিশ লক্ষ্য রুপিতে। অন্য দলের মতো সাকিবদের দলেও আছে আটজন বিদেশী ক্রিকেটার। দলের মোট সদস্য ২৩ ক্রিকেটার।

এই নিলামে রেকর্ড পরিমাণ মূল্যে দল পেয়েছেন দুই ভারতীয় বোলার ভরুন চক্রবর্তী ও জয়দেব উনাদকাট। আট কোটি চল্লিশ লক্ষ্য রুপিতে জয়দেব উনাদকাটকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। এক নজরে দেখে নেওয়া যাক সাকিবের দল হায়দ্রাবাদকেঃ

কেন উইলিয়ামসন, ইউসুফ পাঠান, রশিদ খান, সাকিব আল হাসান, ডেভিড ওয়ার্নার, মোহাম্মদ নবী, মার্টিন গাপটিল, অভিষেক শর্মা, ঋদ্ধিমান সাহা, বাসিল থাম্পি, বিলি স্ট্যানলেক, রিকি ভুই, ভুবনেশ্বর কুমার, দিপক হুদা, খলিল আহমেদ, টি নটরজান, সন্দীপ শর্মা, শাহবাজ নাদিম, মানিশ পাণ্ডে, জনি বেয়ারস্টো, বিজয় শঙ্কর, সিদ্ধাথ কোল, শ্রীভাস্ত গোস্বামী।

  • সর্বশেষ
  • পঠিত