ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

এবারের আইপিএলের ১০ দামী ক্রিকেটার

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৩:১৮

এবারের আইপিএলের ১০ দামী ক্রিকেটার

শেষ হয়েছে ২০১৯ আইপিএলের খেলোয়াড়দের নিলাম। এবার সর্বাধিক দামে বিক্রি হয়েছেন ভারতীয় পেসার জয়দেব উনাদকাট ও ভরুণ চক্রবর্তী। আর বিদেশী ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামে বিক্রি হয়েছেন ইংল্যান্ডের স্যাম কুরান।

আইপিএলের সবশেষ আসরেও সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন জয়দেব উনাদকাট। এবার ৮ কোটি ৪০ লাখ ভারতীয় রুপিতে তাকে দলে ভিড়িয়েছে রাজস্থান র‍য়্যালস।

নিলামে তাকে নিয়ে কম টানাটানি হয়নি। তার ভিত্তিমূল ছিল ১ কোটি ৫০ লাখ রুপি। শুরুতে তার প্রতি আগ্রহ দেখায় দিল্লী ক্যাপিটালস। এরপর বিড করে রাজস্থান রয়্যালস। সেখানে অংশ নেয় কিংস ইলিভেন পাঞ্জাবও। অবশেষে ৮ কোটি ৪০ লাখ রুপিতে তাকে দলে টানতে সক্ষম হয় রাজস্থান।

অবশ্য গত আইপিএলে খুব একটা ভালো করেননি উনাদকাট। ওভারপ্রতি ৯.৬৫ গড়ে রান দিয়ে ১৫ ম্যাচে ৪৪.১৮ বোলিং গড়ে ১১ টি উইকেট শিকার করেন তিনি। তবুও তার ওপর আস্থা রেখেছে রাজস্থান রয়্যালস। তবে এবারের নিলামে সবচেয়ে বড় চমক বরুণ চক্রবর্তী। তার ভিত্তিমূল ছিল মাত্র ২০ লাখ রুপি। দিল্লী ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস প্রথমে নিলামে অংশ নেয়। ধীরে ধীরে চড়া হতে থাকে তার দাম। এরপর কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সও অংশ নেয়। ৮ কোটি ৪০ লাখ রুপি দিয়ে এ স্পিনারকে শেষ পর্যন্ত দলে টানে পাঞ্জাব।

সবচেয়ে দামী বিদেশি ক্রিকেটার ইংলিশ অলরাউন্ডার স্যাম কারানকেও দলে নিয়েছে কিংস ইলিভেন পাঞ্জাব। তার মূল্য ৭ কোটি ২০ লক্ষ রুপি।

দেখে নেওয়া যাক এবারের আইপিএলের ১০ দামী ক্রিকেটারকে-

জয়দেব উনাদকাট (রাজস্থান ৮.৪০ কোটি) [বেস প্রাইস-১.৫ কোটি]

বরুন চক্রবর্তী (পাঞ্জাব, ৮.৪০ কোটি) [বেস প্রাইস-২০ লক্ষ]

স্যাম কুরান (পাঞ্জাব, ৭.২০ কোটি) [বেস প্রাইস-২ কোটি]

কলিন ইনগ্রাম (দিল্লি, ৬.৪০ কোটি) [বেস প্রাইস-২ কোটি]

অক্ষর প্যাটেল (দিল্লি, ৫ কোটি) [বেস প্রাইস-১ কোটি]

কার্লোস ব্রেথওয়েট (কলকাতা, ৫ কোটি) [বেস প্রাইস-৭৫ লক্ষ]

মোহিত শর্মা (চেন্নাই, ৫ কোটি) [বেস প্রাইস-৫০ লক্ষ]

শিভম দুবে (বেঙ্গালুরু, ৫ কোটি) [বেস প্রাইস-২০ লক্ষ]

মোহম্মাদ শামি (পাঞ্জাব, ৪.৮০ কোটি) [বেস প্রাইস-১ কোটি]

প্রভসিমরন সিং (পাঞ্জাব, ৪.৮০ কোটি) [বেস প্রাইস-২০ লক্ষ]

  • সর্বশেষ
  • পঠিত