ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

'সমালোচকদের মুখ বন্ধ করতে ক্রিকেট খেলি না'

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১৮, ২০:১০

'সমালোচকদের মুখ বন্ধ করতে ক্রিকেট খেলি না'

এই সিরিজে তিন ম্যাচে দুটো সেঞ্চুরি হয়ে গেল চেতেশ্বর পূজারার। প্রথম টেস্টে ব্যাট হাতে ভারতকে জয় এনে দিয়েছিলেন তিনিই। দ্বিতীয় টেস্টে তার ব্যাট কথা বলেনি। কিন্তু তৃতীয় টেস্টে মেলবোর্নে প্রথম ইনিংসেই আবার সেঞ্চুরি হাঁকিয়ে জানান দিলেন প্রতিপক্ষের অত নিশ্চিন্ত হওয়ার কিছু নেই। পূজারা আসলে সব জবাবটা মাঠেই দিতে চেয়েছিলেন।

সমালোচকদের একটা অংশ চেয়েছিল এই বছরের শুরুতে পূজারা ভারতীয় টেস্ট দল থেকে বাদ দেওয়া হোক। কিন্তু কোনও সমালোচনা তার মাথায় ঢোকে না। দ্বিতীয় দিনের শেষে সাংবাদিক সম্মেলন করতে এসে সেই কথাই শোনালেন পূজারা। তিনি বলেন, ‘আমি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলি তখন কাউকে থামানোর জন্য খেলি না। আমি চাই রান করে যেতে। আর এটা করতেই আমি ভালবাসি। এই সবের মধ্যে ঢুকতে আমি চাই না।' প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের শেষে ভারত ৪৪৩ রানে ইনিংস ঘোষণা করে দেয়।

তিনি আরও বলেন, ‘আমার কাজ হল রান করা এবং আমি সেটা করি সেটা ঘরের মাঠে হোক বা বাইরে। কখনও তোমার সমালোচনা হবে। সেটা তোমাকে মেনে নিতে হবে। কিন্তু ভারত জিততে থাকলে সবাই খুশি থাকবে।'

  • সর্বশেষ
  • পঠিত