ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

রাজশাহীকে হারালো কুমিল্লা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৯, ২২:২৮

রাজশাহীকে হারালো কুমিল্লা

বিপিএলের দশম ম্যাচে মিরাজের রাজশাহীকে ৫ উইকেটে হারালো তামিমের কুমিল্লা। যদিও স্মিথের চলে যাওয়ায় আজকের ম্যাচে কুমিল্লার অধিনায়কের দায়িত্ব ইমরুলের কাঁধে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইমরুল নিজেই।

টস হেরে ব্যাটিংয়ে নেমে আফ্রিদির বোলিং তোপে ১২৪ রানেই থেমে যায় রাজশাহীর কিংস। এর আগের ম্যাচে খুলনা টাইটানসের বিপক্ষে দারুণ জয় পেয়েছিল রাজশাহী কিংস। মাহমুদউল্লাহর দলকে হারিয়েছিল সাত উইকেটের বড় ব্যবধানে। কিন্তু পরের ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে মিরাজের রাজশাহী। তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে গড়েছে মাত্র ১২৪ রান।

নিজেদের তৃতীয় ম্যাচে রাজশাহী প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে মিরাজরা। কুমিল্লার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দুজন মাত্র কিছুটা দৃঢ়তা দেখিয়েছেন। এ ছাড়া অন্যরা ছিলেন আসা-যাওয়ার দলে। অধিনায়ক মিরাজ ওপেনিংয়ে ব্যাট করতে নেমে মাত্র ১৭ বলে ৩০ রানের চমৎকার একটি ইনিংস খেলে সাজঘরে ফেরেন। কিছুটা চেষ্টা করেন তরুণ জাকির হাসান, ২৬ বলে ২৭ রান করেন। আর উদানা করেন অপরাজিত ৩২ রান।

কুমিল্লার হয়ে রাজশাহীকে ভুগিয়েছেন পাকিস্তানি স্পিনার শহীদ আফ্রিদি ও বাংলাদেশি পেসার সাইফউদ্দিন। আফ্রিদি চার ওভার বল করে মাত্র ১০ রান খরচায় তিন উইকেট পান। আর সাইফ তিন ওভারে ২৫ রানে দুটি উইকেট নেন। এ ছাড়া আবু হায়দার রনি ২.৫ ওভারে ৩৭ রান দিয়ে দুটি উইকেট পান।

১২৫ রানের জবাবে নেমে দুর্দান্ত শুরু করেন আনামুল ও লুইস। দলীয় ৬৫ রানে লুইসের বিদায়ে ভাঙে এই জুটি। ২৮ রানে কায়েসের বলে মুমিনুলের ক্যাচ হয়ে ফেরেন তিনি। দলীয় ৮৭ রানে রান আউটে ফেরেন আনামুল হোক। ৩২ বলে ৪০ রান করেন তিনি। দলীয় ১০১ রানে মিরাজের বলে এভানের ক্যাচ হয়ে ফেরেন তামিম। এরপর স্কোরকার্ডে ৮ রান যোগ হতে ফিরলেন শোয়েব মালিক।

দলের স্কোরকার্ডে কোন রান যোগ না হতেই মুস্তাফিজের শিকার হন ইমরুল কায়েস। শেষদিকে ডওসনের ব্যাটে ৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

  • সর্বশেষ
  • পঠিত