ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

সাকিবের ব্যাটে জয়ে ফিরলো ঢাকা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৯, ১৭:৩৭  
আপডেট :
 ১৮ জানুয়ারি ২০১৯, ১৮:০১

সাকিবের ব্যাটে জয়ে ফিরলো ঢাকা

এক ম্যাচ পরেই জয়ের ধারায় ফিরলো ঢাকা ডাইনামাইটস। বিপিএলের ষষ্ঠ আসরে নিজেদের পঞ্চম জয় তুলে নিলো লিগ টেবিলের শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটস। আসরের ১৯তম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে সাকিবের দল। দুর্দান্ত এ জয়ে জয়ের ধারায় ফিরলেন ডায়নামাইটসরা।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে সিলেট। ব্যাটিংয়ের শুরুতে আজ বড় কিছুর আশা দেখিয়েছে দুই ওপেনার লিটন ও সাব্বির রহমান। তাদের দুজনের জুটিতে উঠে ৩৮ রান। কিন্তু পঞ্চম ওভারেই সাকিব আল হাসানের শিকার হয়ে ফেরেন লিটন। ফেরার আগে ১৪ বলে ৪ চার ও ১ ছক্কায় করেন ২৭ রান। এ ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ব্যক্তিগত ১১ রানে সাজঘরে আসেন সাব্বির।

দলীয় ৭৮ রানে এন্ড্রু ব্রিচের বলে সোহানের ক্যাচ হয়ে ফেরেন আফিফ। সাজঘরে ফেরার আগে ১৯ রান তুলেছেন তিনি। স্কোরকার্ডে ১ রান যোগ হতেই রুবেলের বলে সোহানের ক্যাচে ফিরলেন কাপালি। এরপর পুরাণকে নিয়ে ধাক্কা সামাল দিচ্ছিলেন দলের অধিনায়ক ওয়ার্নার। কিন্তু দলীয় ৮৬ রানে ওয়ার্নারকে ফেলে ফিরে যান লঙ্কান এই ব্যাটসম্যান।

পুরাণ ফিরে গেলেও জাকের আলিকে সঙ্গে করে দলের হাল ধরেন অধিনায়ক ওয়ার্নার। দু’জন মিলে ৬৩ রানের জুটি গড়েন। তবে দলীয় ১৪৯ রানে ফেরেন অজি এই ব্যাটসম্যান। ফেরার আগে ৪৩ বলে ৮ চার ও ১ ছক্কায় ঝড়ো ইনিংস খেলেন সিলেট অধিনায়ক। এরপর ব্যক্তিগত ২৫ রানে জাকের আলী এবং তাসকিন ফেরেন ১ রানে। তাতেই সিলেটের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৫৮ রান।

ঢাকার হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন সাকিব আল হাসান। এছাড়াও একটি করে উইকেট পান আন্দ্রে রাসেল, অ্যান্ড্রু বির্চ, সুনীল নারাইন ও রুবেল হোসেন।

১৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা শুভ হয়নি ঢাকার। সূচনালগ্নেই মোহাম্মদ ইরফানের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন মিজানুর রহমান। প্রাথমিক ঝটকা কাটিয়ে ওঠার আগেই তাসকিন আহমেদের শিকার বনেন সুনিল নারাইন। ১০ বলে ৩ চার ও ১ ছক্কায় ২০ রান করে থামেন তিনি।পরক্ষণেই রনি তালুকদারকে সন্দীপ লামিচানে ফিরিয়ে দিলে চাপে পড়ে ঢাকা।

৩৭ রানে টপঅর্ডারের ৩ উইকেট হারানো ঢাকাকে সেই চাপ থেকে সামাল দিয়েছেন সাকিব-দারউইশ রাসুলি। দলীয় ১১২ রানে ব্যক্তিগত ১৯ রান নিয়ে ফেরেন রাসুলি। এরপর সাকিবের সঙ্গে ব্যাটিংয়ে আসেন আন্দ্রে রাসেল। দুজন মিলে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শেষ পর্যন্ত সাকিব ৬১ ও আন্দ্রে রাসেল ৪০ রান করেন।

  • সর্বশেষ
  • পঠিত