ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

রোচ তাণ্ডবে বিধ্বস্ত ইংল্যান্ড

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০১৯, ০৯:৫৭

রোচ তাণ্ডবে বিধ্বস্ত ইংল্যান্ড

ক্রিকেটের তিন সেরাশক্তির এক, ইংল্যান্ডকে মাত্র ৭৭ রানেই অলআউট করে দিয়েছে জেসন হোল্ডারের দল। কেমার রোচের বিধ্বংসী বোলিংয়ের সামনে রীতিমতো দুমড়ে মুচড়ে গেছে ইংলিশ ব্যাটিং লাইন-আপ। এক স্পেলেই ৫ ইংলিশ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরান এই বোলার।

জো বার্নসকে বোল্ড করে শুরু হয় এই তান্ডব। এরপর একে একে জনি বেয়ারস্টো, বেন স্টোকস, মঈন আলী এবং জশ বাটলারকে ফিরিয়ে দেন। তবে একবার হ্যাটট্রিকেরও সুযোগ সৃষ্টি করেও পারেননি।

কেমার রোচকে দারুণভাবে সমর্থন দেন অন্য প্রান্ত থেকে বোলিং করা অধিনায়ক হোল্ডার ও ২২ বছর বয়সী পেসার আলজারি জোসেফ। তারা দুজনেই নেন দুটি করে উইকেট। অন্য উইকেটটি নেন গ্যাব্রিয়েল।

ব্রিজটাউন টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিক উইন্ডিজ করে ২৮৯ রান। সেখানে ২১২ রানে এগিয়ে থেকে আবারও ব্যাটিং নেমে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ১২৭ রান করে উইন্ডিজ। ফলোঅনের সুযোগ থাকলেও ঝুঁকি না নেয়ারই সিদ্ধান্ত নেন হোল্ডার।

সবশেষ টেস্ট সিরিজে বাংলাদেশের মাটিতে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশ হওয়ার অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছে উইন্ডিজরা।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত