ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

তামিম তাণ্ডবে কুমিল্লার রানের পাহাড়

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৪  
আপডেট :
 ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৭

তামিম তাণ্ডবে কুমিল্লার রানের পাহাড়

বিপিএলে প্রথমবারের মত ফাইনালে তামিম। আর প্রথমবার ফাইনালে উঠেই বাজিমাত করলেন টাইগার এই ওপেনার। চলতি আসরে তামিমের ব্যাট ততটা জ্বলে উঠতে পারেনি। কিন্তু ফাইনালেই দেখা মিললো টর্নেডো তামিমের। বড় তারকারা হয়তো বড় মঞ্চেই নিজেকে মেলে ধরতে বেশি পছন্দ করেন। তাই বিপিএলের হাইভোল্টেজ ফাইনাল ম্যাচে মাত্র ৫০ বলেই সেঞ্চুরির দেখা পেলেন কুমিল্লার ওপেনার তামিম ইকবাল। মাত্র ৩১ বলে তুলে নেন ফিফটি। পরের পঞ্চাশ করেন মাত্র ১৯ বলে! ৫০ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন 'টর্নেডো' তামিম। তামিমের তাণ্ডবের ফলে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে কুমিল্লার সংগ্রহ ১৯৯। শিরোপা নিশ্চিত করতে সাকিবের ঢাকার টার্গেট ২০০।

বিপিএলের ষষ্ঠ আসরের হাইভোল্টেজ ফাইনাল ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে কুমিল্লা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। শুরুতেই রুবেলের আগুনঝড়া বোলিংয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফেরেন ফর্মে থাকা এভিন লুইস। বিদায়ের আগে ৭ বলে এক বাউন্ডারিতে ৬ রান করেন তিনি।

এরপর জুটি গড়েন তামিম-বিজয়। ১২তম ওভারে সাকিবের বলে এলবি ফাঁদে পড়ে বিদায় নেন তিন নম্বরে নামা এনামুল হক বিজয়। এর আগে তামিমের সঙ্গে ৬১ বলে ৮৯ রানের জুটি গড়েন। বিজয় ৩০ বলে দুই বাউন্ডারিতে করেন ২৪ রান। কোনো রান না করেই রানআউট হন শামসুর রহমান শুভ। দলীয় ৯৯ রানে তিন উইকেট হারায় কুমিল্লা।

এরপর মিরপুরে শুরু হল তামিম ঝড়। একের পর এক চার-ছক্কায় সাকিবদের তুলোধুনা করছিল তামিম। মাত্র ৩১ বলেই হাফসেঞ্চুরি তুলে নেন ড্যাশিং ওপেনার। এরপর আরো রূদ্রমূর্তি ধারণ করেন। হয়ে ওঠেন আরো বিধ্বংসী। পরের পঞ্চাশ করেন মাত্র ১৯ বলে। সব মিলিয়ে মাত্র ৫০ বলে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। সেঞ্চুরি তুলে নিয়েও থামেননি, টর্নেডো চলেছেই। তার সাইক্লোনে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৯ রানের পাহাড় গড়ে কুমিল্লা। তামিম নিজের প্রথম ফাইনাল খেলতে নেমে সেঞ্চুরি হাঁকান। ৬১ বলে ১০টি চার আর ১১টি বিশাল ছক্কায় করেন অপরাজিত ১৪১ রান। ইমরুল ২০ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন।

গ্রুপ পর্বে মোট দুইবার মুখোমুখি হয়েছিল ঢাকা-কুমিল্লা। দুইবারই জয় পেয়েছিলো কুমিল্লা। এছাড়া বিপএলের ইতিহাসে মোট নয়বারের মোকাবেলায় সর্বোচ্চ পাঁচবার জিতেছে কুমিল্লাই।

অন্যদিকে টানা তিনবার বিপিএল ফাইনালে খেলছে ঢাকা। ২০১৬ সালে শিরোপা জিতলেও শেষবার রংপুর রাইডার্সের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল সাকিবদের।

তাই এবারের ফাইনাল জিতে সেই দুঃখ ঘুচাতে চাইবে সাকিববাহিনী। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থেকে প্লে অফে প্রবেশ করেছিলো তারা। এরপর এলিমিনেটরে চিটাগং ভাইকিংস এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে ফাইনাল খেলছে তারা।

অপরদিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্লে অফ যাত্রা করেছিলো কুমিল্লা। প্রথম কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে ফাইনাল খেলছে তারা।

  • সর্বশেষ
  • পঠিত