ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

বাজে ব্যাটিংকেই দুষলেন মাশরাফি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৮

বাজে ব্যাটিংকেই দুষলেন মাশরাফি

হার দিয়েই শুরু হয়েছে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। তিনম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হারতে হয়েছে মাশরাফির দলকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্যাটসম্যানদের বাজে ব্যাটিংকেই দুষলেন মাশরাফি। অধিনায়ক জানালেন, 'আমরা পর্যাপ্ত সুযোগ তৈরি করতে পারিনি। আমাদের ব্যাটিং নিয়ে চিন্তা থেকে গেল। বোলিংয়ে আমরা খারাপ করিনি। তবে ২৩২ রানে প্রতিপক্ষকে আটকানো কঠিন। বোলিংয়েও আমাদের অনেক জায়গায় কাজ করার আছে।'

বিপিএলের কারণে নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার খুব একটা সময় পায়নি বাংলাদেশ। বিপিএল শেষ হওয়ার আগেই নিউজিল্যান্ড উড়াল দেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহসহ আট ক্রিকেটার। প্রস্তুতি ম্যাচে খেলোয়াড় সঙ্কটের কারণে ৮ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড যাত্রা করেন আরো চার ক্রিকেটার। আর অধিনায়ক মাশরাফি, তামিম ইকবালসহ বাকিরা যান বিপিএলের ফাইনালের পরদিন ৯ ফেব্রুয়ারি।

দেরিতে পৌঁছানোয় নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ তারিখের প্রস্তুতি ম্যাচটি খেলতে পারেননি মাশরাফি, তামিমরা। সে ম্যাচে নিউজিল্যান্ড একাদশের কাছে ২ উইকেটে হারে সফরকারীরা। এবার প্রথম ওয়ানডেতেই বড় ব্যবধানে হারলো মাশরাফিরা।

তবে বাংলাদেশ অধিনায়ক কন্ডিশনের কথা তুলে কোন অজুহাত দিতে নারাজ। ম্যাচের পরে মাশরাফি দ্বিতীয় ম্যাচে ভালো করার আশা ব্যক্ত করলেন। তবে নিউজল্যান্ডে এসেই ম্যাচ খেলতে নেমে যাওয়া খারাপ করার একটা কারণ বলে মনে করছেন টাইগার ওয়ানডে অধিনায়ক, 'আমাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সপ্তাহখানেক সময় বেশি দরকার ছিল। তবে আমি এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাবো না।'

ব্যাটিংকে দুষলেও বোলিং একেবারে খারাপ হয়নি বলে দাবি করেন মাশরাফি, ‘শুরুতে কিছু উইকেট নিতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া যেত। কিন্তু পারিনি। বোলিংটা একেবারে খারাপ হয়নি।’

আগামী ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • পঠিত