ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

দ্রাবিড়কে দেখে অনুপ্রেরণা নিচ্ছে পাকিস্তান

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৬

দ্রাবিড়কে দেখে অনুপ্রেরণা নিচ্ছে পাকিস্তান

যখন বাইশ গজে ব্যাট হাতে নামতেন, তখনও তাকে সমীহ করত বিশ্ব। কিন্তু অবসর নেওয়ার এতদিন পরেও অনুপ্রেরণার অপর নাম রাহুল দ্রাবিড়। কোনও ভারতীয় ক্রিকেট বোর্ডের কথা নয়, এমনটাই বলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সে দেশের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি সাংবাদিক বৈঠক করে জানান, তার দেশের ক্রিকেট বোর্ড রাহুল দ্রাবিড়ের থেকে অনুপ্রেরণা নিচ্ছে প্রতি মুহুর্তে। আর তাই তারাও এবার রাহুল দ্রাবিড়ের মতো কারোর খোঁজে নামতে চলেছেন।

মানির কথায়, 'অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড অ্যালান বর্ডার, রিকি পন্টিংয়ের মতো ক্রিকেটারদের যেভাবে কাজে লাগিয়েছে, ঠিক তেমনি রাহুল দ্রাবিড়কে অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে সঠিকভাবে ব্যবহার করেছে ভারত। যার সুফল পাচ্ছে তারা। '

দ্রাবিড় সম্পর্কে বলতে গিয়ে পাক বোর্ডের চেয়ারম্যান বলেছেন, 'ভারতীয় ক্রিকেটও তার অবদান অসামান্য। তাকে দেখে আমরা শিখছি। এবার আমরাও দেশের সাবেক ক্রিকেটারদের সঠিকভাবে কাজে লাগানোর চিন্তা-ভাবনা শুরু করেছি।'

উল্লেখ্য, ইতোমধ্যেই মোহম্মদ ইউসুফকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

  • সর্বশেষ
  • পঠিত