ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

নতুন বিতর্কে পাকিস্তানের ‘বউমা’

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৮

নতুন বিতর্কে পাকিস্তানের ‘বউমা’

খারাপ সময় পিছু ছাড়ছে না ভারতের টেনিস তারকার সানিয়া মির্জার। পুলওয়ামা কাণ্ডের পরে নিজের পোশাকের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে প্রবল সমালোচিত হয়েছিলেন। সেই সমালোচনার ধাক্কা সামলাতে না পেরে সানিয়াকে রীতিমতো জবাবদিহি করতে হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তার রেশ কাটতে না কাটতেই এবার আরও বিতর্ক বাড়ালেন তেলেঙ্গানার বিজেপি এমএলএ টি রাজা সিংহ। সানিয়া মির্জাকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদ থেকে সরিয়ে দেওয়ার কথা বললেন তিনি। এক বিবৃতিতে তিনি জানিয়ে দেন, 'যেভাবে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন আমাদের সাহসী জওয়ানদের হত্যা করেছে পুলওয়ামায়, তা ক্ষমার অযোগ্য। কেন্দ্রীয় সরকার যখন পাকিস্তানকে সমস্ত জায়গা থেকে কোনঠাসা করার প্রয়াস চালিয়ে যাচ্ছে, এবং কূটনেতিক সম্পর্ক ছেদ করছে, তখন পাকিস্তানের ‘বউমা’ সানিয়া মির্জাকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদে রাখা ঠিক নয়।'

এর পরিবর্তে কাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হতে পারে, সেই তালিকাও তিনি তৈরি করে ফেলেছেন। টি রাজা সিংহ জানিয়েছেন, 'সাইনা নেহওয়াল, ভিভিএস লক্ষণ— এদের কাউকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা যেতে পারে। তবে এই পদে কোনও পাকিস্তানি ‘বউমা’কে রাখা ঠিক নয়।'

  • সর্বশেষ
  • পঠিত