ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

ইউরোপা লিগের শেষ ষোলতে চেলসি ও আর্সেনাল

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৬

ইউরোপা লিগের শেষ ষোলতে চেলসি ও আর্সেনাল

ইউরোপা লীগের শেষ ষোলতে জায়গা করে নিয়েছে প্রিমিয়ার লীগের দুই জায়ান্ট ক্লাব চেলসি ও আর্সেনাল। বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউরোপের দ্বিতীয় শীর্ষ ক্লাব টুর্নামেন্টের ম্যাচে গানাররা ৩-০ গোলের সহজ এক জয় পায় বেট বরিসভের বিপক্ষে। একই দিন ধুকতে থাকা মারিজিও সারির শিষ্যরা একই ব্যবধানে জয়লাভ করে মালমোর বিপক্ষে।

বেলারুশে অনুষ্টিত প্রথম লেগে ১-০ গোলে হার মানা আর্সেনাল গতকাল নিজেদের মাঠে ছিল বেশ উজ্জিবীত। ম্যাচের তৃতীয় মিনিটেই জাখার ভলকভের আত্মঘাতী গোলের সুবাদে লীড পায় তারা। পিয়েরে আবামেয়াং-এর নীচু ক্রসের বলটি তার গায়ের ছোয়ায় সামান্য গতি পরিবর্তন করে গোল রক্ষক ডেনিস সেরবিটস্কিকে ধোকা দিয়ে জালে আশ্রয় নেয়। যে কারণে গোলটি আত্মঘাতি হিসেবে স্বীকৃতি পায়

উনাই এমেরির দলটি এর পর দুই অর্ধে আরো দুই গোল করে সহজ জয় নিশ্চিত করে। প্রথমার্ধের শেষ ভাগে আর্সেনালের হয়ে গোল করে ব্যবধান বাড়িয়ে দেন সকড্রান মুস্তাফি আর দ্বিতীয়ার্ধের প্রথমভাগে গানারদের হয়ে গোল করেন সক্রেটিস।

খেলা শেষে এমেরি বিটি স্পোর্টসকে বলেন, ‘আমরা এমন ফলই চেয়েছিলাম। আমরা আমাদের সমর্থকদের জন্যও এখানে ভাল খেলতে চেয়েছিলাম। আমরা আমাদের সেরাটা দিয়ে ফের টুর্নামেন্টে ফিরে এসেছি। দলটি বেশ ভাল খেলেছে।’

এদিকে সুইডেনে প্রথম লেগে ২-১ গোলে এগিয়ে থাকা চেলসিকে নিজেদের মাঠে এসে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে বিরতির পর আরো ১০ মিনিট। স্টামফোর্ড ব্রিজে অনুষ্টিত গতকালের ম্যাচে ৫৫ মিনিটের সময় রোমঞ্চকর প্রথম গোলটির দেখা পায় ব্লুজরা। প্রতি আক্রমনে যাওয়া উইলিয়ানের যোগান থেকে পাওয়া বলকে টোকা দিয়ে গোল করেন অলিভার গিরুদ। ম্যাচের ৭৪মিনিটের সময় ফ্রি কিক থেকে গোল করে দলকে নিরাপদ দূরত্বে পৌঁছে দেন রস বার্কলি। এরপর দ্বিতীয় বারের মত হলুদ কার্ড দেখে রাসমাস বেংটসন মাঠ ছাড়ার পরমুহূর্তেই চেলসির হয়ে ফের গোল করেন ১৮ বছর বয়সি ক্যালাম হাডসন উডই। ফলে ৩-০ গোলের জয় পায় স্বাগতিক দল।

খেলা শেষে হাডসন বলেন,‘ সবাই আজ সত্যিই ভাল খেলেছে। আমরা এই ম্যাচটির জন্য কঠোর পরিশ্রম করেছি। আমরা যেভাবে খেলেছি তাতে শেষ মুহুর্তে আমার দেয়া গোলটি ছিল বারতি পাওনা।’

বৃহস্পতিবার ইউরোপা লীগের আরেক ম্যাচে কার্লো আনচেলত্তির নেপোলি ২-০ গোলে হারিয়েছে এফসি জুরিখকে। ফলে দুই ম্যাচে ৫-১ গোলে এগিয়ে থেকে শেষ ষোলতে উঠেছে ক্লাবটি। সানসিরোতে সিরি এ লীগের আরেক ক্লাব ইন্টার মিলান ৪-০ গোলে র‌্যাপিড ভিয়েনাকে হারিয়ে দুই ম্যাচে ৫-০ গোলে এগিয়ে থেকে শেষ ষোল নিশ্চিত করে।

  • সর্বশেষ
  • পঠিত