ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

পাকিস্তানকে ২ পয়েন্ট দিতে নারাজ শচীন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩৬

পাকিস্তানকে ২ পয়েন্ট দিতে নারাজ শচীন

বিশ্বকাপে পাকিস্তানকে ‘বয়কট’ বিতর্কে এবার মুখ খুললেন শচীন টেন্ডুলকার। পাকিস্তানের বিপক্ষে ১৬ জুনের ম্যাচ ‘বয়কট’ করার পক্ষে নন মাস্টার ব্লাস্টার। বরং ম্যাচ খেলে পাকিস্তানকে হারানোটাই বেশি গর্বের বলে মনে করেন শচীন। ম্যাচ না খেলে পাকিস্তানকে ২ পয়েন্ট দেওয়াকে তিনি ‘ঘৃণা’ করেন বলেও মন্তব্য করেছেন সবচেয়ে বেশি শতরানের মালিক।

বিশ্বকাপে আগামী ১৬ জুন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ। কিন্তু পুলওয়ামায় জঙ্গি হানার পরেই বিভিন্ন শিবির থেকে দাবি উঠেছে, ওই ম্যাচ বয়কট করুক ভারত। এ নিয়ে সিদ্ধান্ত নিতে না পেরে কেন্দ্রের উপরেই এই বিষয়ের ভার ছেড়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে গড়া প্রশাসকদের কমিটি। কেন্দ্র এখনও এ নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। ভারত ম্যাচ বয়কট করলে দু’দলের মধ্যে ২ পয়েন্ট করে ভাগাভাগি হবে।

এই পরিস্থিতিতেই ম্যাচ বয়কটের সরাসরি বিপক্ষে দাঁড়ালেন সর্বকালের সেরা ব্যাটসম্যানদের অন্যতম শচীন টেন্ডুলকার। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তার বক্তব্য, ‘বিশ্বকাপে পাকিস্তানকে সব ম্যাচে হারিয়েছে ভারত। ফের ওদের হারানোর সময় এসেছে। আমি ব্যক্তিগত ভাবে ওদের ২ দু’পয়েন্ট দেওয়াকে ঘৃণা করি।’

প্রায় একই কথা বলেছিলেন আর এক কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার। তার বক্তব্য ছিল, 'পাকিস্তানকে বয়কট করলে কারা জিতবে? সেমিফাইনাল বা ফাইনালের কথা বলছি না। কে জিতবে? পাকিস্তান। কারণ, ওরা দু’পয়েন্ট পাবে।’

মাঠে বা মাঠের বাইরে কোনও দিনই তার মুখ থেকে বিতর্কিত কোনও কথা শোনা যায়নি। সব সময়েই তিনি বিনয়ী, নম্র স্বভাবের। বিশ্বকাপে পাকিস্তানকে ‘বয়কট’ বিতর্কে মন্তব্য করেও স্বভাবসিদ্ধ বিনয়ের প্রকাশও রয়েছে ক্রিকেট কিংবদন্তীর গলায়। শচীন বলছেন, ‘এ কথা বললেও ভারত আমার কাছে সর্বাগ্রে। তাই দেশ যা সিদ্ধান্ত নেবে, আমি মনেপ্রাণে সেটাই সমর্থন করব।’

বাইশ গজে ভারতের বহু বিপদে উদ্ধারকর্তা হয়ে উঠেছে তার চওড়া ব্যাট। আর পাকিস্তানের বিরুদ্ধে তার জ্বলে ওঠার নজির রয়েছে বহু ক্ষেত্রে। আন্তর্জাতিক ক্রিকেটে শচীনের অভিষেক হয়েছিল পাকিস্তানের মাটিতেই। ১৯৮৯ সালে অভিষেক সফরে শিয়ালকোটে শেষ টেস্টে ওয়াকার ইউনিসের বাউন্সারে নাক ফেটে রক্ত বেরনোর পরও ওই অবস্থাতেই ব্যাট করে গিয়েছিলেন সেদিনের ১৬ বছরের শচীন। বিশ্বকাপেও বরাবরই পাকিস্তানের বিরুদ্ধে শচীনের রেকর্ড ঈর্ষণীয়। তাই পাকিস্তান ভারতের বিরুদ্ধে না খেলেই ২ পয়েন্ট নিয়ে যাবে, এটাকে যে শচীন কোনভাবেই মেনে নিতে পারছেন না, সেটাই ফুটে উঠেছে শচীনের মন্তব্যে।

  • সর্বশেষ
  • পঠিত