ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিশাল সংগ্রহ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৮  
আপডেট :
 ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪০

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিশাল সংগ্রহ

তিনম্যাচ টেস্ট সিরিজের আগে আজ একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে রানের ফুলঝুড়ি ফুটেছে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটে। নিউজিল্যান্ড বোর্ড একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন বাংলাদেশের প্রায় সব ব্যাটসম্যানই। এতে শনিবার প্রথম দিন শেষে ৬ উইকেটে ৪১১ রান সংগ্রহ করেছে সফরকারীরা।

লিংকনে বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হওয়া এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। যেহেতু মূল অধিনায়ক সাকিব নেই, তাই সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বেই মাঠে নেমেছে বাংলাদেশ। শুরুতেই দুর্দান্ত খেলতে থাকে দুই ওপেনার তামিম ও সাদমান। ওয়ানডেতে ব্যর্থতার পর প্রস্তুতি ম্যাচে রান পায় টাইগার ড্যাশিং ওপেনার। দলীয় ১১৩ রানে ব্লেক কোবার্নের বলে পপলির কাছে ক্যাচ তুলে ফেরেন তামিম। সাজঘরে ফেরার আগে তামিম করেন ৪৫ রান।

এরপর নিজের ফিফটি পূরণ করেন সাদমান। ৯ বাউন্ডারিতে সাদমান খেলেন ৬৭ রানের ইনিংস। এরপর এডওয়ার্ড নাটালের বলে ২০ বলে আউট হন মুমিনুল। দলীয় স্কোর তখন ১৫১ রান। চারে নেমেছিলেন উইকেটরক্ষক লিটন কুমার দাস। ৯১ বলে ৬২ রান করে অবসরে যান তিনি।

মিডলঅর্ডারে সৌম্য সরকার ৭৫ বলে ৪১, মাহমুদউল্লাহ রিয়াদ ৬০ বলে ৫৯ ও মেহেদী মিরাজ ৬৭ বলে ৫১ রান করে অবসরে যান। দিনের শেষের দিকে তাইজুল ইসলাম ১৪, নাঈম হাসান ১২ ও আবু জায়েদ রাহি ২৩ রান করে আউন হন। শূন্য রানে অপরাজিত আছেন খালেদ আহমেদ।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে শুরু হবে দুদলের প্রথম টেস্ট।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল:

তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম অনিক, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন ও সৌম্য সরকার।

প্রস্তুতি ম্যাচের নিউজিল্যান্ড একাদশ:

ভারত পপলি (অধিনায়ক), জ্যাকব ভুলা, ম্যাক্স চু, ব্লেক কোবার্ন, আন্ড্রু ফ্লেচার, নিক কেলি, বেন লকরোজ, কেন ম্যাকক্লার, অ্যাডাম মিলনে, এডওয়ার্ড নাটাল, ডেল ফিলিপস ও বেন সেয়ার্স।

  • সর্বশেষ
  • পঠিত