ঢাকা, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ক্রিকেটের এলিট ক্লাবে জাদেজা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ মার্চ ২০১৯, ১৭:৫০

ক্রিকেটের এলিট ক্লাবে জাদেজা

দ্বিতীয় এক দিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটাই শেষ সিরিজ। ফলে ক্রিকেটাররা সুযোগের সদ্ব্যবহার করতে মরিয়া। এই ম্যাচেই নিজের ৪০তম এক দিনের শতরান করেছেন কোহলি। একই সঙ্গে ব্যাট এবং বল হাতে শেষ ওভারে বোলিংয়ে নজর কাড়েন অলরাউন্ডার বিজয় শঙ্করও। তবে এ দু’জন ছাড়াও, ভারতের জার্সিতে নজির গড়েন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

৪০ বলে ২১ রান করেন তিনি। আর যার ফলে নিজেকে এক অভিজাত তালিকায় অন্তর্ভুক্ত করেন তিনি। এক দিনের ক্রিকেটে তৃতীয় ভারতীয় হিসাবে ২০০০ বা তার বেশি রান এবং ১৫০ বা তার বেশি উইকেট নিলেন তিনি। এই ম্যাচ শুরুর আগে তার রান সংখ্যা ছিল ১৯৯০ রান। ম্যাচের পর এক দিনের ক্রিকেটে তার রান সংখ্যা দাঁড়াল ২০১১ এবং উইকেট রয়েছে ১৭১।

এর আগে শচীন টেন্ডুলকার এবং কপিল দেব এই কৃতিত্ব গড়েছেন। শচীনের এক দিনের ক্রিকেটে রান ১৮৪২৬ এবং উইকেট ১৫৪ উইকেট। অন্য দিকে কপিল দেবের রান ৩৭৮২ এবং উইকেট সংখ্যা ২৫৩।

  • সর্বশেষ
  • পঠিত