ঢাকা, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

শেষ টেস্টে অনিশ্চিত উইলিয়ামসন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ মার্চ ২০১৯, ১৩:২৪

শেষ টেস্টে অনিশ্চিত উইলিয়ামসন

ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় বাম কাঁধে টান লাগে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের। ব্যাটিং করার সময়ও ব্যথা অনুভব করেছিলেন। এই চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে পারেননি। টেস্টের চতুর্থ দিন অর্থাৎ সোমবার (১১ মার্চ) স্ক্যান করানো হয়। আর সেই স্ক্যানে ধরা পড়েছে ইনজুরিতে। আর এই চোটের কারণে ক্রাইস্টচার্চে হতে যাওয়া সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন তিনি।

সেই স্ক্যান প্রতিবেদনে জানা গেছে, উইলিয়ামসন এমন অদ্ভুত এক চোটে পড়েছেন যা ক্রিকেট বিশ্বে খুব কমই দেখা যায়। এমআরআই স্ক্যান প্রতিবেদন জানাচ্ছে, উইলিয়ামসনের বাম পেক্টোরালের মাইনর মাসলে গ্রেড ওয়ান টিয়ার দেখা দিয়েছে।

এ প্রসঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেটের মুখপাত্র বলেন, ‘এটি দুর্লভ এক ইনজুরি। আমি মনে করি ক্রিকেট বিশ্বে হয়ত পাঁচবার এটি দেখা গিয়েছে। ফিজিও স্টাফরা বলাবলি করছিল তারা এই চোট নিয়ে ঘাঁটাঘাঁটি করতে হবে। কারণ এটি বিরল এক চোট।’

তিনি আরো বলেন, ‘এটা খুব বড় চোট নয়। তাই আমরা আশা করি কেন উইলিয়ামসন দ্রুতই ফিরবে। সে আগেও চোটে পড়েছে এবং দুর্দান্তভাবে ফিরেও এসেছে। আশা করি এবারও সে দারুণভাবে চোটকে হার মানাবে।’

  • সর্বশেষ
  • পঠিত