ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

ভারতকে ক্ষতিপূরণ দিলো পাকিস্তান

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ মার্চ ২০১৯, ১৫:৩৬

ভারতকে ক্ষতিপূরণ দিলো পাকিস্তান

এক দিকে, আইসিসির নির্দেশ মেনে ভারতীয় বোর্ডকে ক্ষতিপূরণ বাবদ ২২ লক্ষ ডলার দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। অন্য দিকে, আইসিসিই আবার প্রশংসা করল পাক বোর্ডের। গত ২০ মাসে পাকিস্তানে বিদেশি ক্রিকেটাররা নিরাপদে খেলে গিয়েছেন, এ কারণেই প্রশংসা।

রোববার পাকিস্তান সুপার লিগের ফাইনাল ছিল। এই টি-টোয়েন্টি লিগেও খেলেছেন অনেক বিদেশি। চ্যাম্পিয়ন কোয়েট্টা টিমের কোচ ছিলেন ভিভ রিচার্ডস। সবাই প্রশংসাও করেছেন আতিথেয়তার। তারপরেই আইসিসি সিইও ডেভ রিচার্ডসনের মন্তব্য, 'আমার মনে হয়, পাক বোর্ড দারুণ কাজ করেছে। বিদেশি খেলোয়াড়দের মধ্যে স্বস্তি বেড়েছে।'

এ দিকে পাক বোর্ড প্রধান এহসান মানি দাবি করেন, তাদের পক্ষ থেকে বিসিসিআইকে ক্ষতিপূরণ বাবদ ২২ লক্ষ ডলার দেওয়া হয়েছে। ২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত ছ'টি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে হবে বলে চুক্তি হয়েছিল দুই বোর্ডের। কিন্তু ভারত তা না খেলায় পাকিস্তান আইসিসিতে মামলা করে। কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞার জন্যই যে খেলা সম্ভব হয়নি, তা প্রমাণ করে ভারত। ফলে ক্ষতিপূরণ, মামলার খরচ, এবং মামলার জন্য ভ্রমণের খরচ বাবদ ২২ লক্ষ ডলার বকেয়া ছিল ভারতীয় বোর্ডের।

  • সর্বশেষ
  • পঠিত