ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

অভিমান ভেঙে আর্জেন্টিনার অনুশীলনে মেসি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ মার্চ ২০১৯, ১৬:৫৮

অভিমান ভেঙে আর্জেন্টিনার অনুশীলনে মেসি

রাশিয়া বিশ্বকাপের পর আর্জেন্টিনার হয়ে খেলেননি মেসি। অবেশেসে আট মাস পরে দলে ফিরলেন তিনি। এবার স্পেনের মাটিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন তিনি। ভেনেজুয়েলার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ উপলক্ষে আর্জেন্টাইন সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন কিং মেসি। এতে আকাশি নীল-সাদা জার্সিতে মাঠ মাতাতে যাচ্ছেন তিনি।

সোমবার রিয়াল মাদ্রিদের অনুশীলন মাঠ ভালদেবেবাসে অনুশীলন করেন আলবিসেলেস্তেরা। তাতে হাজির ছিলেন খোদ মেসি। গেল বছর রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। এরপর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি মেসিকে।

আগামী ২৩ মার্চ প্রথম প্রীতি ম্যাচে দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ভেনেজুয়েলার। ম্যাচটি অনুষ্ঠিত হবে অ্যাতলেটিকোর ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে। এর তিন দিন পর দ্বিতীয় ম্যাচে তাঞ্জিয়ারে তারা লড়বে মরক্কোর বিপক্ষে। সে ম্যাচের জন্যই মূলত জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন মেসি।

তবে প্রথম দফায় তাকে আর্জেন্টিনায় ফিরতে হয়নি। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি অ্যাতলেটিকো মাদ্রিদের ওয়ান্দা মেট্রোপলিটনের হওয়ায় স্পেনেই দলের সঙ্গে অনুশীলন শুরু করতে পেরেছেন মেসি। মাদ্রিদের ভালদেভাসে প্রথম দিনের অনুশীলন সেরেছে আর্জেন্টিনা।

দুই ম্যাচের জন্য আর্জেন্টিনার স্কোয়াড:

গোলরক্ষক:

অগাস্টিন মার্চেসিন (ক্লাব আমেরিকা), হুয়ান মুসো (উদিনেস), এস্তেবান আন্দ্রাদা (বোকা জুনিয়র্স), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)

ডিফেন্ডার:

জার্মান পিজেল্লা (ফিওরেন্তিনা), গ্যাব্রিয়েল মার্কাদো (সেভিয়া), হুয়ান ফয়েথ (টটেনহাম হটস্পার), নিকলাস ওটামেন্ডি (ম্যানচেস্টার সিটি), ওয়াল্টার ক্যানেমান (গ্রেমিও), নিকলাস তালিয়াফিকো (আয়াক্স), মার্কস আকুনা (স্পোর্টিং লিসবন), গঞ্জালো মন্টিয়েল (রিভার প্লেট), রেঞ্জো সারাভিয়া (রেসিং ক্লাব), লিসান্দ্রো মার্টিনেজ (ডিফেন্সা জাস্টিসিয়া)

মিডফিল্ডার:

লিওনার্দো পারেদেস (প্যারিস সেন্ট জার্মেই), গুইদো রদ্রিগেজ (ক্লাব আমেরিকা), জিওভানি লো সেলসো (রিয়াল বেটিস), ম্যানুয়েল লানজিনি (ওয়েস্ট হ্যাম), রবার্তো পেরেইরা (ওয়াটফোর্ড), অ্যাঞ্জেল ডি মারিয়া (প্যারিস সেন্ট জার্মেই), মাতিয়াস জারাকো (রেসিং ক্লাব), ইভান মার্কোন (বোকা জুনিয়র্স), ডোমিঙ্গো ব্লাঙ্কো (ডিফেন্সা জাস্টিসিয়া), রদ্রিগো ডি পল (উদিনেস)।

ফরোয়ার্ড:

লিওনেল মেসি (বার্সেলোনা), গঞ্জালো মার্টিনেজ (আটলান্টা ইউনাইটেড), পাওলো দিবালা (জুভেন্টাস), অ্যাঞ্জেল কোররেয়া (অ্যাতলেটিকো মাদ্রিদ), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), দারিও বেন্দেত্তো (বোকা জুনিয়র্স), মাতিয়াস সুয়ারেজ (রিভার প্লেট)।

  • সর্বশেষ
  • পঠিত