ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

সাকিবের ঘন্টা বাঁজানোতে ভারতজুড়ে ক্ষোভ!

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ মার্চ ২০১৯, ০০:০০

সাকিবের ঘন্টা বাঁজানোতে ভারতজুড়ে ক্ষোভ!

আইপিএল দ্বাদশ আসরের কলকাতার ইডেন গার্ডেনের প্রথম ম্যাচে এদিন ঘন্টা বাজিয়ে খেলা শুরু করেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। ‘ফাইভ মিনিটস বেল’ খ্যাত ঘণ্টা বাজানোর রীতি অনেক আগে থেকেই কলকাতার ইডেন গার্ডেনে চলে আসছে। তবে সাকিবের ঘন্টা বাজানো নিয়ে ভারতে অনেকে রাগ ও ক্ষোভ প্রকাশ করেছে। অনেকে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে পোস্ট দিয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দোষারোপ করেছেন।

অনেকে এটাকে মমতা ব্যানার্জির আসন্ন নির্বাচনের চালও বলেছেন। যাতে মুসলমানদের ভোট তার পক্ষে আসে। অনেকে আবার বলছেন, 'ভুবনেশ্বর কুমার হায়দ্রাবাদের অধিনায়ক। কেন বাংলাদেশের সাকিব আল হাসানকে কলকাতায় ইডেন গার্ডেনের ঘণ্টা রিং বাজাতে দেওয়া হল? মমতা বেগমের এই ইসলামপন্থী পশ্চিমবঙ্গ কি তার ভাগ্যকে “বাংলাদেশ” বলে গ্রহণ করেছে? দু:খিত।

মূলত ভারতীয় অনেক ক্রিকেটার থাকতেও বাংলাদেশের সাকিবকে সম্মাননা করতে কলকাতায় ইডেন গার্ডেনের কেন ঘণ্টা রিং বাজাতে দেওয়া হল সেটা নিয়েই অনেকে প্রশ্ন তুলেছেন।

  • সর্বশেষ
  • পঠিত