ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

আইপিএলে মুসলিম ক্রিকেটারদের জন্য বিশেষ সুবিধা

  খেলা ডেস্ক

প্রকাশ : ২৫ মার্চ ২০১৯, ১০:৫৬  
আপডেট :
 ২৫ মার্চ ২০১৯, ১১:০০

আইপিএলে মুসলিম ক্রিকেটারদের জন্য বিশেষ সুবিধা

এবারের আইপিএলে বিশেষ সুবিধা পাচ্ছেন মুসলিম ক্রিকেটাররা। এই আসরে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির স্পন্সর হয়েছে বিভিন্ন মদের কোম্পানি। তবে মুসলিম খেলোয়াড়রা চাইলে মদের ব্র্যান্ডের লোগো সম্বলিত জার্সি না পরে খেলতে পারবেন।

আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আমাদের দলে এ সুবিধা পাচ্ছেন ২ মুসলিম ক্রিকেটার। অলরাউন্ডার মঈন আলি ও পেসার মোহাম্মদ সিরাজকে সেই সুযোগ করে দেয়া হয়েছে।

তিনি জানান, মুসলিম ক্রিকেটাররা সাধারণত মদ ও তামাক প্রচারবিরোধী। আমাদের দলের হয়ে মঈন আলি ও মোহাম্মদ সিরাজ খেলছেন। মদের লোগো না পরে খেলার জন্য তারা আমাদের কাছে অনুরোধ করেছিল। তাদের বিশ্বাসের কথা মাথায় রেখে আমরা ওদের অনুরোধ গ্রহণ করেছি। ধর্মীয় সংবেদনশীলতা সম্পর্কে আমরা খুবই সচেতন।

চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথ বলছেন, আমরা এখনও কোনো মুসলিম ক্রিকেটারের কাছ থেকে এ রকম কোনো অনুরোধ পাইনি। তবে চাইলে এ সুবিধা তারা নিতে পারবেন।

তিনি জানান, এ সিদ্ধান্ত মুসলিম খেলোয়াড়দের ওপর ছেড়ে দিয়েছি। তারা চাইলে মদের ব্র্যান্ডের লোগো সম্বলিত জার্সি না পরে খেলতে পারবেন।

এদিকে, এবারের আইপিএলে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম ক্রিকেটার রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ এবং কিংস ইলেভেন পাঞ্জাবে। হায়দরাবাদে আছেন রশিদ খান, মোহাম্মদ নবী (আফগানিস্তান), সাকিব আল হাসান (বাংলাদেশ), খলিল আহমেদ, শাহবাজ নাদিম ও ইউসুফ পাঠান (ভারত)। আর পাঞ্জাবে আছেন মোহাম্মদ শামি ও সরফরাজ খান (ভারত), মুজিব-উর-রহমান (আফগানিস্তান)।

  • সর্বশেষ
  • পঠিত