ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

এই দুনিয়া ক্ষনিকের চিরস্থায়ী নয়: রুবেল

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ মার্চ ২০১৯, ১৫:৪৯

এই দুনিয়া ক্ষনিকের চিরস্থায়ী নয়: রুবেল

বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিচলিত হয়ে পড়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেই সাথে সমালোচনা করেছে সেখানে হাজারো উৎসুক জনতার ভিড়ের। গতকাল কড়া সমালোচনা করে ফেইসবুকে স্টাটাস দিয়েছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন।

রুবেল তার ফেইসবুক পোস্টে লিখেন, 'আমরা রাস্তা বন্ধ করে তামাশা দেখছি, ছবি তুলছি, লাইভ এ যাচ্ছি আর এই ছেলেটি সরাসরি নয় বিবেক দিয়ে 'জুতা' মারছে আমাদের। যেখানে আমাদের সাহায্য করার কথা আসলে দায়িত্বটা কি শুধু প্রশাসন দায়িত্বরত বাহিনীদের আমরা কি এ দেশের নাগরিক হিসেবে আমাদের কি কোনো দায়িত্ব নেই। আমরা কি আমাদের বিবেক হারিয়ে ফেলেছি? এই ভয়াবহ দুর্ঘটনা থেকে শিক্ষা নিন।আমরা এদেশের নাগরিক হিসেবে আমাদের কি করা উচিত ছিল।'

তিনি আরো লিখেন, 'আল্লাহ কার মৃত্যু কোথায় লিখে রেখেছেন কেউ আমরা জানি না। অতএব তোমরা মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকো। দুনিয়া দুনিয়া করে পরকাল ভুলে যেও না, এই দুনিয়া ক্ষনিকের চিরস্থায়ী নয়। স্যালুট ফায়ার সার্ভিসের ঐ সমস্ত সেনাদের যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষ এবং মানবতা কে জয় করার আপ্রাণ চেষ্টা করেছেন।”

এর আগে আরেক পোস্টে করেছেন রুবেল হোসেন লিখেন 'ঢাকা বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড। আটকা পড়েছে অনেক মানুষ। হে মহান আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো। আমিন।'

  • সর্বশেষ
  • পঠিত