ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

সন্ধ্যায় শুরু বঙ্গমাতা গোল্ডকাপের দামামা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ এপ্রিল ২০১৯, ১৬:১৭

সন্ধ্যায় শুরু বঙ্গমাতা গোল্ডকাপের দামামা

প্রথমবারের মতো বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। আজ থেকে ঢাকা শুরু হচ্ছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ।

অনূর্ধ্ব-১৯ এই টুর্নামেন্টে বাংলাদেশসহ ছয়টি অংশ নিচ্ছে। গ্রুপ বি’তে বাংলাদেশের সঙ্গে আছে সংযুক্ত আরব আমিরাত ও কিরজিজস্তান। আর গ্রুপ এ’তে আছে মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও লাওস।

বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। উদ্বোধনী ম্যাচে সন্ধ্যা ৬টায় সংযুক্ত আরব আমিরাতে মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৬ এপ্রিল গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে খেলবে লাল-সবুজরা। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ২৯ ও ৩০ এপ্রিল। ফাইনাল ৩ মে।

টুর্নামেন্টটি বেসরকারি টিভি চ্যানেল আর টিভি ও নাগরিক টিভির পাশাপাশি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করবে। বিশ্বের ৮০ টিরও বেশি দেশের দর্শকরা উপভোগ করতে পারবেন এ টুর্নামেন্ট। এছাড়া রেডিও ফুর্তি সরাসরি ধারাবিবরণী সম্প্রচার করবে।

  • সর্বশেষ
  • পঠিত