ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

রাহীর বদলে তাসকিন কেন?

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০১৯, ১৬:১৮

রাহীর বদলে তাসকিন কেন?

ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদশ স্কোয়াডে ছিলেন না পেসার তাসকিন আহমেদ। তবে এই দলে সবাইকে চমকে দিয়ে ১৫ জনের স্কোয়াডে জায়গা করে নেন আবু জায়েদ চৌধুরী রাহী।

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পরে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য প্রথম ঘোষিত স্কোয়াডেও জায়গা হয়নি তাসকিনের। এরপর হঠাৎ করেই এই সিরিজে ডাক পেয়েছিলেন তাসকিন। ইনজুরি কাটিয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন তাসকিন আহমেদ। আয়ারল্যান্ডে একটি প্রস্তুতি ম্যাচে তিন উইকেট শিকার করেছিলেন এই পেসার। ফলে তাসকিনের উপর ভরসা রখছেন নির্বাচকরা

এদিকে ইনজুরি ঠিকমতো অনুশীলনও করতে পারছেন না রাহি। তার ইনজুরি দলে অন্তর্ভুক্ত করা হতে পারে তাসকিনকে। তবে স্কোয়াডের ১৬তম সদস্য হিসেবে রাহিকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হবে।

এ প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘ও (রাহী) তো চোটের কারণে এত দিন বোলিংই করতে পারছিল না। আমাদের বলা হয়েছিল তিন-চার দিনে সেরে উঠবে। কিন্তু আজই প্রথম বল করার মতো অবস্থায় এসেছে রাহী।’

তিনি আরও বলেন, ‘চোট থাকলে তো পরিবর্তন করতেই হবে। তবে আমরা রাহিকে বিশ্বকাপে নিয়ে যাব। সে ক্ষেত্রে দল ১৬ জনের হবে। এটা নিয়ে বোর্ড সভাপতির সঙ্গে কথা হবে।’

  • সর্বশেষ
  • পঠিত