ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

‘মা দিবসে’ টাইগারদের আবেগঘন বার্তা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০১৯, ২৩:৩৮

‘মা দিবসে’ টাইগারদের আবেগঘন বার্তা

আজ বিশ্ব মা দিবস। যদিও মাকে ভালোবাসার জন্য কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না, এই দিনটিকে মা দিবস হিসেবে পালন করা হয়। ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে মায়েদের শ্রদ্ধা ও ভালোবাসায় ভরা আবেগঘন বার্তা দিয়েছেন।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মায়েদেরকেই সবচেয়ে দক্ষ অলরাউন্ডার হিসেবে উল্লেখ করেছেন, ‘আমাদের সবার পরিবারের সবদিক ঠিকঠাক রাখতে মায়ের ভূমিকাই সবচেয়ে বেশি। ঘরে কিংবা বাইরে, মায়েরা দুই জায়গাতেই আমাদের সামলে রাখেন পরম মমতায়। যত্ন ও ভালোবাসার সাথে সংসারে স্বচ্ছলতা আনায় তাদের অবদানও অপরিসীম। পৃথিবীর সবচেয়ে দক্ষ অলরাউন্ডার আমাদের এই মায়েরাই।’

কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান লিখেছেন, ‘তুমিই আমার সকল সাফল্যের উৎসাহদাতা। তোমার সাহায্য ছাড়া আমি এখানে আসতে পারতাম না। তোমাকে ভালোবাসি মা। সবাইকে মা দিবসের শুভেচ্ছা।’

সাব্বির রহমান তার ফেসবুক পেজে এক আবেগময় বার্তায় লিখেছেন, ‘মা পৃথিবীর শ্রেষ্ঠতম একটি নাম। মায়ের চেয়ে সহজ গভীর কোন অনুভূতি নেই। মায়ের ভালোবাসা হয়তো পৃথিবীর কোন দাড়ি পাল্লায় মাপা সম্ভব নয়। পৃথিবীর সব কিছু পরিবর্তনশীল কিন্তু মায়ের ভালোবাসা কখনো পরিবর্তন হয় না। সেই ছোট ছোট পায়ে তোমার হাত ধরে পথ চলতে চলতে এই পর্যন্ত এসেছি এর পেছনে তোমার অবদান শীর্ষে মা।

তুমি আমার জীবনের প্রথম দেখা সেই জন যাকে আল্লাহ তার অনুপস্থিতিতে আমার কাছে পাঠিয়েছে তুমি আমার জীবনের পথ চলা থেকে শুরু করে জীবনের শ্রেষ্ঠ এবং ভালো একজন মানুষ হিসেবে তৈরী করেছ। তোমার তুলনা কারো সাথে হয়না মা। প্রথম দিন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত আমি শুধু তোমার দোয়া নিয়ে বেঁচে থাকতে চাই। আল্লাহতায়ালা যেন তোমার আয়ু হাজার বছর বাড়িয়ে দেয় এবং তোমার হাতটা সারা জীবন যাতে ছায়ার মত আমার মাথার উপর থাকে। তোমাকে সত্যিই অনেক ভালবাসি মা।’

নিজের সহধর্মিণী, মা এবং শাশুড়ির ছবি দিয়ে মুশফিকুর রহিম লিখেছেন, ‘পৃথিবীর সকল মায়েদেরকে বিশ্ব মা দিবসের শুভেচ্ছা। বিশেষ করে এই ৩ জনকে, তোমরা অতুলনীয় ও পৃথিবীর অন্যতম বড় রহমত।’

প্রতিটি দিনই মায়েদের জন্য উল্লেখ করে সৌম্য সরকার লিখেছেন, ‘সকল মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। যদিও প্রতিটি দিনই মা দিবস, আজকের দিনটা একটু বিশেষ তাদের প্রতি ভালোবাসা প্রকাশ ও যত্নবান হওয়ার। মা দিবসের শুভেচ্ছা।’

  • সর্বশেষ
  • পঠিত