ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

রাহির অভিষেক উইকেট, স্টার্লিংয়ের অর্ধশতক

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০১৯, ১৭:০৭

রাহির অভিষেক উইকেট, স্টার্লিংয়ের অর্ধশতক

চলতি ত্রিদেশীয় সিরিজেই ওয়ানডে অভিষেক হয়েছিল আবু জায়েদ রাহির। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বেশ খরুচে বোলিং ছিলেন তিনি, উইকেটের দেখাও পাননি। আয়ারল্যান্ডের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে অভিষেক উইকেট তুলে নিলেন এই ডানহাতি ফাস্ট বোলার। আইরিশদের দলীয় ৫৯ রানে অ্যান্ড্রু বালবার্নিকে উইকেটের পেছনে থাকা লিটন দাশের ক্যাচে বিদায় করেন তিনি।

এ রিপোর্ট খেলা পর্যন্ত ১৭.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৯০ রান করেছে আয়ারল্যান্ড।

ম্যাচের চতুর্থ ওভারে ওপেনার জেমস ম্যাককোলামকে ফিরিয়ে দেন রুবেল। ব্যক্তিগত ৫ রানেই স্লিপে দাঁড়ানো লিটনের হাতে ধরা পড়েন আইরিশ ওপেনার। ইনিংসের ১১তম ওভারে নিজের প্রথম এবং অভিষেক উইকেট পান আবু জায়েদ রাহি। উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসবন্দি হয়ে বিদায় নেন অ্যান্ডি বালবির্নি (২০)। দলীয় ৫৯ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় আয়ারল্যান্ড।

নিয়মরক্ষার ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ও নিজেদের চতুর্থ ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে টসে হেরে ফিল্ডিং পায় টাইগাররা।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম(উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), রুবেল হোসেন, আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

আয়ারল্যান্ড একাদশ:

পল স্টার্লিং, জেমস ম্যাককলাম, অ্যান্ড্রু বালবার্নি, উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), কেভিন ও’ব্রেইন, গ্রে উইলস, জর্জ ডকরিল, বয়েড র্যাংকিন, বেরি ম্যাককার্থি ও জস লিটল।

  • সর্বশেষ
  • পঠিত