ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৮ মিনিট আগে
শিরোনাম

বাংলাদেশের সংগ্রহ ২৪৪

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৫ জুন ২০১৯, ২২:১১  
আপডেট :
 ০৫ জুন ২০১৯, ২৩:২২

বাংলাদেশের সংগ্রহ ২৪৪

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। ওভালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৪৪ রান। নিউজিল্যান্ডের টার্গেট ২৪৫ রান। জিততে হলে এই রানের মধ্যেই আটকাতে হবে নিউজিল্যান্ডকে।

ব্যাটিংয়ে নেমে শুরুতে সতর্ক খেলছিল দুই ওপেনার তামিম-সৌম্য। ধীরেসুস্থে খেলার এক পর্যায়ে দলীয় ৪৫ রানে হেনরির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন টাইগার ওপেনার সৌম্য সরকার। ২৫ বলে ৩ চারে সৌম্যের রান ২৫।

আরেক ওপেনার তামিম ইকবাল শুরু থেকে ধীর স্থির খেলছিলেন। তবে তিনিও ফিরে গেছেন ভালো শুরু পেয়ে। দলীয় ১১০ রানে সাকিব আল হাসানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন মুশফিক। মুশফিকের বিদায়ে ভাঙল সাকিব-মুশফিকের তৃতীয় উইকেটের জুটি। এই জুটিতে তারা ৫০ রান যোগ করেন। এর আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই জুটিই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪২ রান করেছিল। রান আউট হওয়ার আগে ৩৫ বলে ১৯ রান করেন উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিক।

এরপর দারুণ ব্যাটিং করে বিশ্বকাপে টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি তুলে নিলেন সাকিব আল হাসান। আর তার ব্যাটিংয়ের ওপর ভর করেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করা বাংলাদেশ দলীয় দেড়’শ রান পার করে। তবে ৬৮ বলে ৭টি চারে ৬৪ করে কলিন ডি গ্র্যান্ডহোমের বলে আউট হন বিশ্বসেরা অলরাউন্ডার।

দলীয় ১৭৯ রানে ম্যাট হেনরির বাউন্সারে শট খেলতে গিয়ে কলিন ডি গ্রান্ডহোমের হাতে বন্দী হয়ে ফিরেছেন মোহাম্মদ মিঠুন। ৩৩ বলে ৩ চারে ২৬ রান করেছেন তিনি। এরপর মোসাদ্দেক-মাহমুদউল্লাহর ধীরগতির ব্যাটে জুটিতে উঠে ১৮ রান। দলীয় ১৯৭ রানে স্যান্টনারের বলে উড়িয়ে মারতে গিয়ে উইলিয়ামসনের তালুবন্দী হন মাহমুদউল্লাহ। ৪১ বলে ২০ রান তুলেন তিনি। ৪৭তম ওভারে ট্রেন্ট বোল্টের বল তুলে মারতে গিয়ে মার্টিন গাপটিলের তালুবন্দি হন মোসাদ্দেক হোসেন। বিদায়ের আগে ২২ বলে ১১ রান করেন মোসাদ্দেক।

এরপর ৪৯তম ওভারে বোল্টের শিকার হয়ে ৮ রানেই মাঠছাড়া হন মিরাজ। শেষ ওভারে ম্যাট হেনরির শিকার হন মাশরাফি ও সাইফুদ্দিন। বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে গুটিয়ে যায় ২৪৪ রানেই।

দুই দল এর আগে ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ৩৪ বার। যেখানে বাংলাদেশের জয় ১০টি, বাকি ২৪ ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। বিশ্বকাপে চারবারের দেখায় চারবারই জিতেছে কিউইরা।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ:

মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম লাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

  • সর্বশেষ
  • পঠিত