ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

উইন্ডিজ পেসে বিপাকে অস্ট্রেলিয়া

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ জুন ২০১৯, ১৬:২৪

উইন্ডিজ পেসে বিপাকে অস্ট্রেলিয়া

বিশ্বকাপে আজ দিনের একমাত্র ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাট করছে অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিদের সংগ্রহ ৯.৩ ওভারে ৪ উইকেটে ৪৪ রান।

ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে অজি দলপতি অ্যারন ফিঞ্চকে বিদায় করেন উইন্ডিজ পেসার ওশানে থমাস। উইকেটের পেছনে শাই হোপের গ্লাভসবন্দি হওয়ার আগে ফিঞ্চ করেন ৬ রান। দলীয় ১৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

দলীয় ২২ রানের মাথায় অস্ট্রেলিয়া দ্বিতীয় উইকেট হারায়। শেলডন কটরেলের বলে হেটমায়ারের হাতে ধরা পড়েন ওপেনার ডেভিড ওয়ার্নার। দলীয় ৩৬ রানের মাথায় বিদায় নেন তিন নম্বরে নামা উসমান খাজা। আন্দ্রে রাসেলের বলে উইকেটের পেছনে শাই হোপের দারুণ এক ক্যাচে খাজাকে সাজঘরে পাঠায় উইন্ডিজরা। বিদায়ের আগে ১৯ বলে দুই বাউন্ডারিতে ১৩ রান করেন খাজা।

স্কোরবোর্ডে ২ রান যোগ হতেই বিদায় নেন গ্লেন ম্যাক্সওয়েল (০)। কটরেলের বাউন্সার পুল করতে গিয়ে তুলে দেন উইকেটরক্ষক শাই হোপের গ্লাভসে।

দুই দলই আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছে। এর আগে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া। আর পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

অস্ট্রেলিয়া একাদশ:

অ্যারোন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, আলেক্স ক্যারি (উইকেটরক্ষক), নাথান কুল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:

ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, জ্যাসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স, শেল্ডন কটরেল, ওশানে থমাস।

  • সর্বশেষ
  • পঠিত