ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বিশ্বকাপের মঞ্চে সাকিবের সেঞ্চুরি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৮ জুন ২০১৯, ২২:০৫

বিশ্বকাপের মঞ্চে সাকিবের সেঞ্চুরি

বিশ্বকাপের ১২তম ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক ইংল্যান্ড এবং বাংলাদেশ। ৩৮৭ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৩ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮২ রান। উইকেটে আছেন সাকিব আল হাসান (১০২) এবং মাহমুদউল্লাহ রিয়াদ (৪)।

মাহমুদউল্লাহ রিয়াদের পরে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরির দেখা পেলেন সাকিব আল হাসান। জোফরা আর্চারের বলে এক রান নিয়ে বিশ্বকাপে টানা তৃতীয় হাফসেঞ্চুরিকে প্রথম সেঞ্চুরি বানান বিশ্বের এই সেরা অলরাউন্ডার। ৯৫ বলে সেঞ্চুরির দেখা পান সাকিব। ২০১তম ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ৮ম সেঞ্চুরি।

এর আগে ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে টাইগারদের হয়ে প্রথম টানা দুইটি সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ। সেবার ইংল্যান্ডের বিপক্ষে ১৩৮ বলে ১০৩ রান করেন তিনি। সেই ম্যাচে ইংলিশদের হারায় বাংলাদেশ। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ১২৩ বলে ১২৮ রান। যদিও সেই ম্যাচে হেরে যায় টাইগাররা।

  • সর্বশেষ
  • পঠিত