ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

পয়েন্ট ভাগাভাগিতে হতাশ মাশরাফি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০১৯, ২০:১৮

পয়েন্ট ভাগাভাগিতে হতাশ মাশরাফি

শ্রীলঙ্কার বিপক্ষে না খেলে একটি পয়েন্ট পেল বাংলাদেশ। চার ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে গেছে তারা। পাকিস্তানকে তারা পেছনে ফেলেছে বৃষ্টিতে পণ্ড হওয়া ম্যাচের পর। কিন্তু এভাবে পয়েন্ট পাওয়ায় সন্তুষ্ট হতে পারছেন না অধিনায়ক মাশরাফি।

এক সপ্তাহের ব্যবধানে তৃতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলো। এর আগে গত মঙ্গলবার এই ব্রিস্টলেই শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হয়। সোমবার ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার ম্যাচটি অমীমাংসিত হয়। সাউদাম্পটনের এই খেলায় অষ্টম ওভার পর্যন্ত ব্যাট করেছিল প্রোটিয়ারা।

ম্যাচ খেলতে না পারায় হতাশা ঝরলো মাশরাফির কণ্ঠে, ‘মাঠে আসার পর খেলতে না পারা সব দলের জন্যই হতাশা আর আক্ষেপের। এভাবেই টুর্নামেন্ট এগিয়ে যাচ্ছে, নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা আমাদের সুযোগ পেয়েছিলাম। ইংল্যান্ড ম্যাচে পাইনি। কিন্তু আজ ছিল হতাশাজনক।’

আগামী সোমবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের আগে সাকিব সুস্থ হয়ে উঠবেন বিশ্বাস মাশরাফির, ‘আমি মনে করি সাকিব সুস্থ হয়ে উঠবে। সেরে উঠতে এখনও হাতে চার থেকে পাঁচদিন আছে। হ্যাঁ, টনটন খুব ছোট মাঠ এবং এজন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা সহজ হবে না। কিন্তু কঠিন লড়াই করার বিকল্প নেই আমাদের কাছে।’

  • সর্বশেষ
  • পঠিত