ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

ফুটবলের উন্নয়নে ২০ কোটি টাকা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০১৯, ১৭:০২

ফুটবলের উন্নয়নে ২০ কোটি টাকা

‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে ২০১৯-২০ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি ক্ষমতাসীন সরকারের চলতি মেয়াদের প্রথম এবং দেশের ৪৮তম বাজেট। অন্যদিকে অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের প্রথম বাজেট।

এই বাজেটে ফুটবল উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। আজ জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ফুটবল উন্নয়নের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুকূলে ২০ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব করেন। উল্লেখ্য, আ হ ম মোস্তফা কামাল এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রস্তাবিত বাজেটে দেশব্যাপী ক্রীড়া ও সংস্কৃতির অবকাঠামো উন্নয়ন এবং জাতীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন প্রকার প্রতিযোগিতা এবং অনুষ্ঠান আয়োজনে সরকার অবদান রেখে চলেছেন বলে উল্লেখ করা হয়। বিভিন্ন খেলায় প্রতিভাবান খেলোয়াড় খুঁজে তাদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ফুটবলে সেটা বাড়িয়ে নিতে এই বিশেষ বরাদ্দ।

তবে ক্রীড়া এবং যুবখাতে ২০১৮-১৯ অর্থবছরের চেয়ে প্রস্তাবিত বাজেটে কিছুটা কম বরাদ্দ দেওয়া হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে ক্রীড়া খাতে প্রস্তাবিত বাজেট ছিল ১ হাজার চারশ' ৯৮ কোটি টাকা। সংশোধীত বাজেটে সেটা বাড়িয়ে ১ হাজার পাঁচশ' ১৯ কোটি টাকা করা হয়। প্রস্তাবিত অর্থবছরে ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের জন্য ১ হাজার চারশ' ৮৫ কোটি টাকা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত