ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

সাদা জার্সিতে শুভ সূচনা ব্রাজিলের

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ জুন ২০১৯, ১০:৫৯

সাদা জার্সিতে শুভ সূচনা ব্রাজিলের

বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা অভিযানে শুভ সূচনা করেছে স্বাগতিক ব্রাজিল। তবে মাঠে রিচার্লিসন-ফিরমিনো-কুতিনহোদের চিরচেনা হলুদ জার্সিতে দেখা যায়নি। সাদা রঙয়ের জার্সিতে রঙিন যাত্রা শুরু করেছে ব্রাজিল। ১৯৫০ সালের আগে ব্রাজিলের হোম জার্সি ছিল সাদা রঙয়ের। ‘মারাকানাজ্জো’ বিপর্যয়ের ৬৯ বছর পর আজ কোপা আমেরিকা দিয়ে জার্সিটি আবারও দেখা গেল ‘সেলেসাও’ দের গায়ে। ১৯১৯ সালে কোপায় প্রথম শিরোপাটা সাদা রঙের জার্সিতেই জিতেছিল ব্রাজিল। শত বছর আগের সেই শিরোপাজয়ের স্মৃতি এবার ঘরের মাঠে আবার ফিরিয়ে আনতে সাদা জার্সির প্রত্যাবর্তন।

ফিলিপে কৌতিনিয়োর জোড়া গোলে বলিভিয়াকে অনায়াসে হারিয়েছে টুর্নামেন্টের স্বাগতিকরা। সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে উদ্বোধনী ম্যাচে ফিলিপে কৌতিনিয়োর জোড়া গোলে বলিভিয়াকে হারিয়ে জয় পেয়েছে তিতের দল।

বলিভিয়াড় রক্ষণাত্মক পরিকল্পনায় মাঠে প্রথমার্ধে ব্রাজিলকে অনেকটা নিয়ন্ত্রণে রেখেছে। তবে বিরতির পর সেই পরিকল্পনা কাজে আসলো না বলিভিয়ার। বিরতির পর তিন মিনিটের ব্যবধানে দুবার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় প্রতিযোগিতার আটবারের শিরোপা জয়ীরা। শেষ দিকে তৃতীয় গোলে জয় নিশ্চিত করেন এভেরতন।

কোপা আমেরিকার ৪৬তম আসরে ম্যাচের শুরু থেকে বলিভিয়ার রক্ষণে চাপ তৈরি করে স্বাগতিকরা। কিন্তু প্রথমার্ধে সাফল্যের দেখা মেলেনি। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন বার্সেলোনা মিডফিল্ডার কৌতিনিয়ো। আদ্রিয়ান জুসিনোর হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় ব্রাজিল।

তিন মিনিট পর আবারও সেই কৌতিনিয়ো। কোপা আমেরিকার শুরুতেই জোড়া গোলে ব্রাজিলকে জয় এনে দিলেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।

৮৫তম মিনিটে ব্যবধান বাড়ান দাভিদ নেরেসের বদলি নামা এভেরতন। ম্যাচের সবচেয়ে সুন্দর গোলটি এভারটনের। নির্ধারিত সময় শেষ হওয়ার পাঁচ মিনিট আগে কাট করে ভেতরে ঢুকে ২০ গজ দূর থেকে দারুণ বাঁকানো শটে গোলটি করেন গ্রেমিও ফরোয়ার্ড। ব্রাজিলের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচে এটা তার প্রথম গোল।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত