ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

মরগানের ছক্কার বিশ্বরেকর্ড

মরগানের ছক্কার বিশ্বরেকর্ড

উইকেটে এসে প্রথম ৭ বলে নিলেন ১ রান। এর মধ্যেই উইকেটের ধরণ ও চরিত্র বুঝে গেলেন ইংলিশ অধিনায়ক। শুরুটা করলেন গুলবদিন নাইবকে দিয়ে। ৩২তম ওভারে আফগান বোলারকে দুই ছক্কা হাঁকান ইয়ন মরগান।

ইয়ন মরগান থামলেন ৪৭তম ওভারে । ততক্ষণে তার নামের পাশে ১৪৮ রান। খেলেছেন মাত্র ৭১টি বল। ১৭টি ছয় হাঁকান ইংলিশ অধিনায়ক। ছয়ের বিপরীতে চার মেরেছেন মাত্র চারটি।

ওয়ানডে ক্রিকেটে এটি একটি বিশ্বরেকর্ড। এর আগে এক ইনিংসে এতো বেশি ছয় হাঁকাননি আর কেউ। বিশ্বরেকর্ডটা এতোদিন রোহিত শর্মা, এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইলের দখলে ছিল। তিনজনই হাঁকান ১৬টি করে ছক্কা।

২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯ রান করার পথে ১৬টি ছয় মেরেছিলেন রোহিত। সেদিন তিনি ভেঙে দেন ২০১১ সালে বাংলাদেশের বিপক্ষে হাঁকানো শেন ওয়াটসনের ১৪ ছয়ের রেকর্ড।

২০১৫ সালের জানুয়ারিতে জোহানেসবার্গে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ডের দিন ১৬টি ছক্কা হাঁকান এবি ডি ভিলিয়ার্স। গত বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ ছয় মারেন ক্রিস গেইল। আজ সবাইকে ছাড়িয়ে গেলেন মরগান।

  • সর্বশেষ
  • পঠিত