ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

১৫ বছর পর সাউদাম্পটনে বাংলাদেশ

১৫ বছর পর সাউদাম্পটনে বাংলাদেশ

দ্বাদশ বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে সাউদাম্পটনের রোজ বোলে আফগানদের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সোমবার ১৫ বছর পর সাউদাম্পটনে খেলতে নামছে টাইগাররা।

এর আগে ২০০৪ সালে একবার সাউদাম্পটনে খেলেছে বাংলাদেশ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ঐ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৩৮ রানের বড় ব্যবধানে হারের লজ্জা পায় বাংলাদেশ।

টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ক্রিস গেইলের ৯৯ ও ওয়াভেল হাইন্ডসের ৮২ রানের সুবাদে ৫০ ওভারে ৩ উইকেটে ২৬৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

জবাবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৩১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ঐ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন রাজিন সালেহ।

১টি ওয়ানডে ছাড়া এই ভেন্যুতে কোন টেস্ট বা টি-২০ ম্যাচ খেলেনি বাংলাদেশ।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত