ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৬ মিনিট আগে
শিরোনাম

সুস্থ হয়েই ভারতের বিপক্ষে নামবেন রিয়াদ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ জুন ২০১৯, ১৭:১৬

সুস্থ হয়েই ভারতের বিপক্ষে নামবেন রিয়াদ

সোমবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ে যাওয়ার কিছুক্ষণ পর থেকেই দৌড়ের সময় খোঁড়াতে থাকেন মাহমুদউল্লাহ। ব্যাটিং করলেও ইনজুরির কারণে ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি ।

পরবর্তীতে স্ক্যানিং রিপোর্টে তার গ্রেড ওয়ান ইনজুরি ধরা পড়ে। যা সেরে উঠতে লাগতে পারে সাত থেকে দশ দিন। যে কারনে ভারতের বিপক্ষে খেলবেন কি না তা নিয়ে জেগেছিল আশঙ্কা। তবে ইনজুরি যেমনি থাক ভারতের বিপক্ষ্যে ম্যাচে খেলার জন্য দৃঢ় প্রতিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।

স্ক্যানে মাহমুদউল্লাহর কাফ মাসলে গ্রেডওয়ান টিয়ার ধরা পড়ার পর মাশরাফি বিন মুর্তজা কথা বলেছেন মাহমুদউল্লাহর সঙ্গে। পরে জানান, স্ক্যানের রিপোর্ট দেখার পর ফিজিও বলেছেন যে অন্তত ৭ থেকে ১০ দিনের বিশ্রামে থাকতে হবে মাহমুদউল্লাহকে। তখনই রিয়াদ বলেছে যে ভারতের বিপক্ষে সে খেলবেই। অবস্থা যেমনই হোক। আশা করি, সাত দিনে অনেকটা ঠিক হয়ে উঠবে।

এদিকে ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ভালো খবর দিয়েছেন, ‘ওর চোট সেরে ওঠার মতো। এখনও সাত দিন সময় আছে। ফিজিও চেষ্টা করবেন ওকে যতটা সম্ভব সারিয়ে তোলার। যদিও এখন ফিফটি-ফিফটি অবস্থা, এখনই বলা কঠিন। তবে আমরা আশা করি তাকে পাব।’

উল্লেখ্য, আগামী ২ জুলাই বার্মিংহামের, এজবাস্টনে ভারতের মুখমণ্ডল হবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • পঠিত