ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

পাকিস্তানের টার্গেট ২৩৮

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ জুন ২০১৯, ২০:৩১

পাকিস্তানের টার্গেট ২৩৮

বিশ্বকাপের ৩৩তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-পাকিস্তান। মাঠ ভেজা থাকায় টস হয়েছে দেরিতে। এজবাস্টনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৩৭ রান। টপঅর্ডারদের ব্যর্থতার দিনে মিডল অর্ডার। উইলিয়ামসন শুরুতে ৪১ রান এরপর জিমি নিশামের অপরাজিত ৯৭ ও কলিন ডি গ্রান্ডহোমের (৬৪) ব্যাটে ভর করে এই সংগ্রহ দাড় করায় কিউইরা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। দলীয় মাত্র ৫ রানে আমিরের প্রথম বলে আউট হন মার্টিন গাপটিল। এরপরই ধস নামে টপঅর্ডারে। দলীয় ২৪ রানে কলিন মুনরোকে নিজের প্রথম শিকার বানায় শাহীন। এরপর স্কোরবোর্ডে মাত্র ১৪ রান যোগ হওয়ার পর অভিজ্ঞ রস টেইলরকে বিদায় করেন এই পেসার। দুই উইকেট তুলে নিয়ে আরও ভয়ংকর হয়ে ওঠেন শাহীন শাহ।

ইনিংসের ১৩তম ওভারে টম লাথামকে নিজের তৃতীয় শিকারের পরিণত করেন এই পেসার। ৭ ওভার বল করে ৩ মেইডেইন আর মাত্র ১১ রান দিয়ে তুলে নিয়েছেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।

এক দিকে ব্যাটসম্যানরা আসা যাওয়ার মিছিলে থাকলেও এক প্রান্ত আগলে ছিলেন অধিনায়ক কেইন উইলিয়ামসন। তবে ব্যক্তিগত ৪১ রানে শাদাব খানের স্পিনে ধরাশায়ী হলেন তিনিও। এরপর গ্রান্ডহোমের সাথে ১৩২ রানের জুটি গড়েন নিশাম। দলীয় ২১৫ রানে রান আউট হয়ে সাজঘরে ফেরেন ডি গ্রান্ডহোম। ফেরার আগে ৭১ বলে ৬৪ তুলেছেন এই অলরাউন্ডার।

শেষদিকে নিশাম-স্যান্টনারের ২২ রানের জুটিতে নির্ধারিত ৫০ ওভারে ২৩৭ রান তুলে নিউজিল্যান্ড।

বিশ্বকাপে শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে হলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ পাকিস্তানের জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ। তবে, আজ যদি নিউজিল্যান্ড জয় পায় তাহলে তারা সেমিফাইনালে উঠে যাবে। পাকিস্তান যদি হারে তাহলে সেটি বাংলাদেশের জন্য ভালো। গতকাল ইংল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসাবে সেমিতে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

ছয় ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এখন দ্বিতীয় অবস্থানে আছে নিউজিল্যান্ড। ছয় ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে আছে পাকিস্তান।

পাকিস্তান একাদশ:

ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক-উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওহাব রিয়াজ, মোহাম্মদ আমির, শাহীন আফ্রিদি।

নিউজিল্যান্ড একাদশ:

মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

  • সর্বশেষ
  • পঠিত