ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

সুয়ারেজের পেনাল্টি মিসে উরুগুয়ের বিদায়

সুয়ারেজের পেনাল্টি মিসে উরুগুয়ের বিদায়

টাইব্রেকারে গড়ানো ম্যাচে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হলেন লুইস সুয়ারেজ। যার খেসারত দিল তার দল। একমাত্র পেনাল্টি মিসটাই কাল হলো। উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছে গেল পেরু।

শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দলই গোল পায়নি। পরে টাইব্রেকারে ম্যাচের ফল নির্ধারণ হয়। প্রথম কিকটাই মিস করে বসেন সুয়ারেজ। এরপর বাকি চার কিক থেকে উরুগুয়ে গোল পেলেও পেরু নিজেদের সবগুলো কিক থেকেই গোল আদায় করে নেয়। একই সঙ্গে কাটে শেষ চারের টিকিট।

১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে ম্যাচে অসংখ্য সুযোগ তৈরি করেও গোল আদায় করতে পারেনি। গোলমুখে ১২ টি শট নিলেও ব্যর্থ তারা। সুয়ারেজের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছে। এডিনসন কাভানিরও একটি গোল বাতিল হয়।

চতুর্থ ও শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করা পেরু ৪ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে চিলির মুখোমুখি হবে। একই দিন প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্বাগতিক ব্রাজিল।

  • সর্বশেষ
  • পঠিত