ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

আক্ষেপে পুড়লেন সাকিব

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৪ জুলাই ২০১৯, ১৭:০৯

আক্ষেপে পুড়লেন সাকিব

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও সমান তালে রান করে যাচ্ছেন সাকিব। সাকিব তার কাজ করে গেছেন শতভাগ দিয়ে। তাতে তিন ম্যাচ জিতেও সেমিতে যেতে পারলোনা বাংলাদেশ। এতে নিজের মধ্যেই আক্ষেপ ঝাড়লেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সাকিবের কাছে ব্যক্তিগত ভালো পারফরম্যান্স কিংবা দলের কুড়িয়ে নেওয়া প্রশংসা তাই অর্থহীন। তার ভাষ্য, ‘আমরা বেশ ভালো খেলেছি। কিন্তু শুধু ভালো খেলতে চাইনি, চেয়েছিলাম জিততে! এমন বড় টুর্নামেন্টে যে আশা নিয়ে এসেছিলাম আমরা তা পূরণ হল না। ছোটখাটো কিছু বিষয় যদি আমরা ঠিকঠাক করতে পারতাম তাহলে ফলাফল অন্যরকম হতে পারত। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সবদিক থেকেই কিছু বিষয় আরও ভালোভাবে প্রয়োগ করতে পারলে আমরা ভালো অবস্থানে থাকতে পারতাম।’

সাকিব মনে করেন, ক্রিকেটাররা আরও একটু মরিয়া হয়ে খেললেই বাংলাদেশ পৌঁছাতে পারত কাঙ্ক্ষিত লক্ষ্যে। একই ভাবনা অবশ্য ক্রিকেট অঙ্গনের সবারই। টাইগাররা আরও একটু চেষ্টা করলে হয়ত বিশ্বকাপের সর্বকালের অন্যতম সেরা পারফরম্যান্স নিয়ে সাকিব নামতেন নকআউট পর্বেও!

সাকিব বলেন, ‘ইতিবাচক দিক আছে, কিন্তু এগুলো বলে ফায়দা নেই। দিনশেষে ব্যাপার হয়ে দাঁড়ায় ফলাফলটাই। এই বিশ্বকাপে ধারাবাহিকভাবে ভালো করেছি। এর বেশি কিছু বলছি না। আমি মনে করি আমাদের এর চেয়েও বেশি কিছু করার সুযোগ ছিল। সবাই চেষ্টা করছে, কিন্তু আমাদের আরও মরিয়া হয়ে খেলা উচিৎ ছিল।’

  • সর্বশেষ
  • পঠিত