ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

যে কারণে হঠাৎ ডাক পেলেন শফিউল

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০১৯, ১৮:১৬

যে কারণে হঠাৎ ডাক পেলেন শফিউল

১৪ সদস্যের দল নিয়ে বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায়। তবে সিরিজ শুরুর দুইদিন আগে হঠাত সুযোগ পায় পেসার শফিউল ইসলাম। জাতীয় দলে যিনি সর্বশেষ খেলেছিলেন ২০১৬ সালে। বিপিএলে ভাল পারফর্ম করা এই পেসার এখন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলছেন আফগানিস্তানের বিপক্ষে।

শফিউলের অন্তর্ভুক্তি নিয়ে কোচ সুজন বলেন, ‘যেহেতু আমাদের ম্যাচগুলো খুব কাছাকাছি তাই আমাদের একটি জায়গা খালি ছিল। আমরা প্রথমে ১৫জন নেইনি তখনই। মনে হল একটা ফাস্ট বোলার দলে দরকার সত্যি কথা বলতে গেলে। আমি যেটা অনুভব করি শফিউল অভিজ্ঞ বোলার। আমাদের ডেথ বোলিংয়ে দুশ্চিন্তা অনেক দিনের। বিপিএলে সে ডেথ ওভারে ভালো করেছে। সে ফিটও আছে। আমি মনে করি এটা তার জন্যও একটি সুযোগ। সত্যি কথা বলতে ব্যাটিং নিয়ে আমরা চিন্তিত না। ছেলেরা বিশ্বকাপ থেকেই ভালো করছে। তারপরও বোলিংটা নিয়ে একটু চিন্তিত, কারণ অভিজ্ঞ মাশরাফি নাই, সাকিব নাই।’

আর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘দেখুন, শ্রীলঙ্কা থেকে টিম ম্যানেজমেন্ট আরও একজন পেসার চেয়েছে। ওরা জানাল-সেখানে নাকি বেশ গরম। হাতে বিকল্প বোলার রাখতে চাইছে। দল তো ১৪ জনের ছিল। শফিউল যোগ দিলে ১৫ জনে দাঁড়াবে।

  • সর্বশেষ
  • পঠিত