ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

অভিষেক ম্যাচেই শাস্তির মুখে ভারতীয় পেসার

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৫ আগস্ট ২০১৯, ১৭:৫৫

অভিষেক ম্যাচেই শাস্তির মুখে ভারতীয় পেসার

ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের প্রথম টি-টোয়েন্টি খেলা চলাকালীন সময়ে আইসিসি আচরণবিধির একটি স্তর লঙ্ঘনের জন্য নিজের অভিষেক ম্যাচোই আইসিসি থেকে অফিসিয়াল সতর্ক বার্তা পেয়েছেন ভারতীয় পেসার নবদ্বীপ সাইনি।

আইসিসি আচরন বিধি ২.৫ ভঙ্গের দায়ে অনুযায়ী খেলোয়াড় ও খেলোয়াড় অসুলভ আচরণের জন্য সাইনিকে শাস্তিও দিয়েছে আইসিসি। তার অভিষেক ম্যাচেই যুক্ত হয়েছে নামের পাশে এক ডিমোরিট পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের চতুর্থ ওভারের সময় যখন সায়নি নিকোলাস পুরানের উইকেট নিয়েছিলেন তখন ঘটনাটি ঘটেছিল।

সাইনি তার এই অপরাধটি স্বীকার করে এবং আইসিসি ম্যাচ রেফারির এমিরেটস এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো দ্বারা প্রস্তাবিত অনুমোদনকে মেনে নেওয়ায় কোনও আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

অন-ফিল্ড আম্পায়ার নাইজেল ডুগইড এবং গ্রেগরি ব্রাইথওয়েট, তৃতীয় আম্পায়ার লেসেলি রেফার এবং চতুর্থ কর্মকর্তা প্যাট্রিক গুস্টার্ড এই চার্জ বহাল রেখেছিলেন।

  • সর্বশেষ
  • পঠিত