ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা আজ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৭ আগস্ট ২০১৯, ১২:০৮

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা আজ

ওয়ানডে বিশ্বকাপে প্রত্যাশামাফিক খেলতে পারেনি টাইগাররা। ভালো কাটেনি শ্রীলঙ্কা সফরও। তাই শক্তভাবে এবার ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। ইতোমধ্যেই পরবর্তি সিরিজগুলোকে ঘিরে পরিকল্পনা করা শেষ। আগামী বছর অস্ট্রেলিয়ার আয়োজিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপ ঘিরেও শুরু হয়েছে পরিকল্পনা – প্রস্তুতি।

বিশ্বকাপের জন্য আজ ৩৫ জনের প্রাথমিক দল ঘোষণা করতে চলেছে বিসিবি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন, নিয়মিত সদস্যদের সঙ্গে এই স্কোয়াডে অন্তর্ভুক্তি ঘটবে কিছু সম্ভাবনাময় ক্রিকেটারেরও। এদের মধ্যে তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ও তরুণ ব্যাটসম্যান ইয়াসির আলি অন্যতম।

ওয়ানডেতে বর্তমানে মোটামুটি শক্তিশালী অবস্থানে উঠে আসলেও টি-টোয়েন্টিতে এখনো অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। র‌্যাংকিংয়ে দশম স্থান যার জ্বলন্ত প্রমাণ। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ স্টেজেও সচরাচর জয়ের দেখা পায় না টাইগাররা। তাই সামনের বিশ্বকাপকে ঘিরে একটু বেশিই ‘সচেতন’ বিসিবি।

  • সর্বশেষ
  • পঠিত